নিজস্ব সংবাদদাতা: বছরের পর বছর ধরে শিক্ষক নিয়োগ করতে পারছেনা রাজ্য সরকার। বিদ্যালয়গুলো শিক্ষকহীনতায় ভুগছে। ক্ষোভ বাড়ছে মানু্ষের আর সেই ক্ষোভ সামলাতে এক স্কুল থেকে অন্য স্কুলে শিক্ষককে সরিয়ে সেই ক্ষোভ সামলানোর নীতি নিয়েছে রাজ্য সরকার। আর সেটা করতে গিয়েই অনলাইন স্টাফ প্যাটার্ন তৈরি করার নামে উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপানো হচ্ছে ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই অবৈজ্ঞানিক নীতির বিরুদ্ধে ও প্রত্যাহারের দাবিতে শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুরের ডি আই এর নিকট দাবি পত্র দেওয়া হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঐক্যমঞ্চের পক্ষ থেকে দাবি করা হয় পশ্চিম মেদিনীপুরের ডিআই চাপেশ্বর সরদার সমস্যাগুলি মন দিয়ে শোনেন। তিনি কথা দিয়েছেন আমাদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে গুরুত্বসহকারে পাঠিয়ে দেবেন। তিনি জানান সমস্যাগুলি সমাধানের শিক্ষা দপ্তর ভাবছেন। তিনি এ ব্যাপারে শিক্ষক-শিক্ষিকাদের আশ্বস্ত হওয়ার জন্য আবেদন করেন।