সকাল ৯টা , তালবাগিচায় ফাঁকা তিনটি বুথই |
নিজস্ব সংবাদদাতা: সকাল ১০টা। খড়গপুর শহরের তালবাগিচা হাই এবং প্রাইমারি স্কুলের ৭টি বুথেই কার্যত মাছি মারছে ভোট কর্মীরা। বুথের সামনে নিশ্চিত, নিরুদ্বেগ পুলিশ কর্মীরা। প্রতি তিন মিনিটে একটি ভোট পড়ছে কিনা সন্দেহ। খড়গপুর শহরের ইতিহাসে সকালের তালবাগিচায় এরকম ফাঁকা বুথ কে কবে দেখছে মনে করতে পারাটাই দুষ্কর।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বুথের থেকে ১০০মিটার দুরে বিভিন্ন রাজনৈতিক দলের ক্যাম্প গুলিতে কর্মীরা না থাকলে মনে হত, সোমবারটা ভোটের পরের দিনের সকাল, ভোট হয়ে যাওয়ার পর ভোটের সাজসজ্জার বাসি চিত্র পড়ে রয়েছে। রাতে শহরের একমাত্র অশান্তির খবর এসেছিল এই তালবাগিচা লাগোয়া রবীন্দ্রপল্লী এলাকা থেকেই।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিজেপির এক শক্তি প্রমূখ সহ তিন কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে তৃনমূল কর্মীদের বিরুদ্ধে। রাতে স্বয়ং বিজেপি প্রার্থী এলাকায় যান। অভিযোগ পুলিশের সামনেই মারধর করা হয়েছে। দু’দলই পরষ্পরের বিরুদ্ধে অভিযোগ করেছে যে বিপক্ষ টাকা ছড়াতে গেছিল।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সকালে শহরের সাঁজোয়াল এলাকায় একটি বুথে ইভিএম খারাপ হয়ে ভোট গ্রহন শুরু করতে বিলম্ব হওয়ার খবর মিলেছে। খড়গপুর পৌরসভার অফিসের প্রাঙ্গণে অবস্থিত বুথে কাঁচের মধ্যে প্রতিফলিত হয়ে ইভিএম চিত্র দেখা যাচ্ছে এমন অভিযোগ ওঠে । পরে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় কাঁচ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উপনির্বাচন, নিরুত্তাপ শহর। মর্নিং শোজ দ্য ডে যদি এই প্রবাদ আজ মিলে যায় তবে দিনের শেষে ভোটের হার নিদারুণ ভাবেই কমতে চলেছে।