Homeএখন খবর২৭টা বুথে পুনর্নির্বাচনের দাবি করে জয়ে আত্মবিশ্বাসী দিলীপ, পৌর এলাকায় ভাল ফল...

২৭টা বুথে পুনর্নির্বাচনের দাবি করে জয়ে আত্মবিশ্বাসী দিলীপ, পৌর এলাকায় ভাল ফল আশা করছেন কংগ্রেস

নিজস্ব সংবাদদাতা: ৬৭.৯৪শতাংশ ভোট নিয়ে খড়গপুর শহরের ইভিএম ঝাঁপি বন্ধ করল কমিশন। যদিও রেল এলাকার ৮টি ওয়ার্ডে ৫০শতাংশের কম ভোট পড়েছে এমনটাই এখনও অবধি খবর। সব মিলিয়ে লোকসভার নিরিখে ভোট কমেছে অনেকটাই। মোটের ওপর ভোট নিয়ে খুব বড় কিছু অভিযোগ না থাকলেও দিনের আলো কমার সাথে সাথে ছাপ্পার চেষ্টা করা হয়েছে ১৫নম্বর ওয়ার্ডয়ের কয়েকটি জায়গায়। অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধেই।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, ”১৫নম্বর ওয়ার্ড যা কিনা রামবাবুর ওয়ার্ড বলেই পরিচিত সেখানে ২০৯,২১০,২২১,২২২ বুথে ছাপ্পা দিচ্ছিল তৃণমূলের লোকেরা। আমাদের ছেলেরা তাদের ধরেও ফেলে পরে পুলিশ গিয়ে আমাদের ছেলেদেরই লাঠি নিয়ে তাড়া করে।’

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘোষ ২৭টি বুথে রিগিংয়ের অভিযোগ তুলে পুনর্নির্বাচন দাবি করেও বলেছেন, ”চেষ্টা ব্যর্থ হয়েছে পুলিশ আর তৃণমূলের যা করতে চেয়েছিল তা করতে পারেনি। আমরা যেমনটা আশা করেছিলাম মোটামুটি তাই হয়েছে।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অন্যদিকে কংগ্রেস বলেছেন রেলের ৮তি ওয়ার্ড বাদ দিলে বাকি ২৭টি ওয়ার্ডে ভাল ভোট হয়েছে এবং আমাদের ফল ভালই হচ্ছে। সব মিলিয়ে নির্বাচন কমিশন এ যাত্রায় উৎরে গেছে বিরোধীদের রায়ে। ঘোষ রাজ্যের তিন বিধানসভাতেই বিজেপি ভাল ফল করতে চলেছে বলে জানিয়েছেন। 

RELATED ARTICLES

Most Popular