অরুন কুমার সাউ, তমলুক: আজ ঠিক দুপুর নাগাদ হলদিয়া মেচেদাগামী রাজ্য সড়কের ওপর তমলুকের নারায়ণদাড়ি হাটের নিকট মোটর বাইক দুর্ঘটনায় আহত হয় তিনজন।প্রাথমিকভাবে জানা যায় মোটর বাইকে থাকা তিন আরোহী মেচেদার থেকে তমলুকের দিকে যাচ্ছিল।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রচন্ড গতি থাকা বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে । স্থানীয় সূত্রে জানা যায়, গাড়িতে থাকা তিন জন আরোহী মদ্যপ অবস্থায় ছিল।প্রত্যক্ষদর্শীরা আরও জানায় প্রচণ্ড গতিতে থাকার ফলে গাড়ি নিজেদের নিয়ন্ত্রণে
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রাখতে না পেরে পার্শ্ববর্তী ইলেকট্রিক পোস্টের ধাক্কা মারে এরপর বাইক আরোহীরা বেশ কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়ে। তিনজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। এরপর স্থানীয় মানুষজন আহতদের তমলুক জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পরেই খবর পেয়ে স্থানীয় তমলুক থানার পুলিশ এসে যানজট নিয়ন্ত্রণে আনে।