নিজস্ব সংবাদদাতা: চূড়ান্ত প্রস্তুতি সারা হয়ে গেছে খড়গপুর কেন্দ্রীয় বিদ্যালয়-২ য়ের গ্রাউন্ড জিরোতে। পৌরসভা থেকে বোগদার পুরো অংশই এখন নো-এন্ট্রি জোনের আওতায়। ১কোম্পানী আধা সামরিক বাহিনীর জওয়ান আর পুলিশের নজরবন্দিতে ২৭০টি বুথের ইভিএম। যার মধ্যেই লুকিয়ে রয়েছে তিন মূল প্রার্থীর ভবিষৎ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সোমবার খড়গপুরের ২লক্ষ ২৪হাজার ৩২৮ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১লক্ষ ৫২হাজার ৯২৫জন। আর সেই ভোটের সংখ্যা গরিষ্ঠ অংশ আগামী দেড় বছরের জন্য কাকে বেছে নিয়েছেন তারই গননা শুরু হতে চলেছে বৃহস্পতিবার সকাল আটটা থেকে। তার ১ঘন্টা আগেই পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজনৈতিক দলের গননা এজেন্টদের। সরকারি আধিকারিক ও গননাকর্মীরা আরও আগে পৌঁছে যাবেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কমিশন সূত্রে জানা গেছে মোট ১৬রাউণ্ড গননার কাজ হবে। তারজন্য ১৮টি টেবিল বরাদ্দ করা হয়েছে। অতিরিক্ত দুটি টেবিলের একটিতে পোস্টাল ব্যালট ও অন্যটি আপাতকালীন ব্যবস্থার জন্য সংরক্ষিত থাকছে। কমিশনের আশা বেলা ১১টার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে খড়গপুর সদর বিধানসভা নির্বাচনের ট্রেন্ড। ১টার মধ্যেই গননার কাজ শেষ হয়ে যাওয়া উচিৎ বলেই সরকারি তরফে মনে করা হচ্ছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গননাস্থল থেকে ২০০মিটারের বেশি দুরত্বে থাকছে রাজনৈতিক দলগুলির ক্যাম্প। উত্তেজনা এড়াতে সেখানেও পর্যাপ্ত পুলিশ থাকছে। জয়ের আনন্দ যেন অপ্রীতিকর অবস্থার সৃষ্টি না করে সেদিকে কড়া নজর দেওয়ার জন্য রাজনৈতিক দল ও প্রার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের অনুমতি ছাড়া কোনও বিজয় মিছিল করা যাবেনা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
নির্বাচনে অংশগ্রহনকারী প্রধান তিনটি রাজনৈতিক দল তথা জোটের কাছে এই ফলাফল অন্ততঃ গুরুত্বপুর্ন। বিজেপির কাছে এটা যেমন লাগাতার দু’বারের জয় ধরে রাখার লড়াই , কংগ্রেস জোটের কাছে এ লড়াই সাড়ে তিনবছর আগে হেরে যাওয়া চাচার আসন পুনঃউদ্ধারের। আর তৃণমূলের কাছে খড়গপুরে প্রথম জয়ের স্বাদ পাওয়ার লড়াই।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পাশাপাশি এই জয় আরও দু’টি কারনে গুরুত্বপুর্ন। মন্ত্রী শুভেন্দু অধিকারী এই আসন বিজেপির কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য বিশেষ দায়িত্বপ্রাপ্ত। এ লড়াই তাঁর প্রেস্টিজ ফাইট অন্যদিকে এই প্রথম পশ্চিমবাংলার বুকে তৃনমূল নিজস্ব রাজনৈতিক সংগঠন বাদ দিয়েও প্রশান্ত কিশোরকে নিয়োগ করেছে। সেই টিম পিকেরও প্রথম হাতে খড়ি হয়েছে এই নির্বাচনে। সোজা আর বাঁকা অনেক পথই নিয়েছে তারা। কতটা সফল তারা সেটাও প্রমানিত হবে বৃহস্পতিবারই।