Homeএখন খবরস্বামীর পরে নির্মলাকে আক্রমন কংগ্রেস পরিষদীয় দলনেতার, 'নির্বলা' বলে...

স্বামীর পরে নির্মলাকে আক্রমন কংগ্রেস পরিষদীয় দলনেতার, ‘নির্বলা’ বলে তোপের মুখে অধীর

নিজস্ব সংবাদদাতা: রবিবার বিজেপি সাংসদ সুব্রহ্মন্যম  স্বামী নিজের দলের অর্থ মন্ত্রীর উদ্দেশ্য বলেছিলেন, নির্মলা সীতারামন অর্থনীতির কিছুই বোঝেননা। আর সোমবার কংগ্রেস সাংসদ তথা পরিষদিয় দলনেতা অধীর চৌধুরী বললেন, নির্মলা কে নির্বলা বলেই ডাকা ভাল।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দেশের জিডিপি মারাত্মক কমে যাওয়ায়ার পরিপ্রেক্ষিতে সংসদে দাঁড়িয়ে নির্মলা সীতারমন বলেছিলেন, “দেশের অর্থনীতির গতি শ্লথ হলেও তা কখনই মন্দা পরিস্থিতি তৈরি করেনি।” অর্থমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই এদিন সরব হয়েছিলেন নিজেরই দলের সাংসদ  সুব্রহ্মণ্যম স্বামী।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অর্থনীতি নিয়ে কোনও জ্ঞানই নেই অর্থমন্ত্রীর। নির্মলা অর্থনীতির কিছুই বোঝেন না। মোদি মন্ত্রিসভার এই আস্থাভাজন মন্ত্রীর বিরুদ্ধে এমনই কড়া ভাষায় তোপ দেগেছিলেন  সুব্রহ্মণ্যম স্বামী। বলেছিলেন,  “অর্থমন্ত্রী অর্থনীতি বোঝেন না।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সোমবার দুপুরে আয়কর আইন(সংশোধনী) ২০১৯, নিয়ে আলোচনা চলছিল লোকসভায়। সেসময় আচমকা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে কটাক্ষ করতে শুরু করেন বহরমপুরের কংগ্রেস সাংসদ। রীতিমতো ব্যঙ্গ করে বলেন, ‘আপনাকে শ্রদ্ধা করি। কিন্তু, কখনও কখনও মনে হয় আপনাকে নির্মলা সীতারমণের জায়গায় ‘নির্বলা’ সীতারমণ বলা ঠিক হবে কিনা। একজন মন্ত্রী হয়েও নিজের বুদ্ধিতে চলতে পারেন না। নিজের কোনও ক্ষমতাই নেই আপনার।’

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
লোকসভার বিরোধী দলনেতার মুখে এই ধরনের কথা শুনে উত্তেজিত হয়ে পড়েন সংসদে উপস্থিত বিজেপি সাংসদরা। একজন মহিলার বিরুদ্ধে এই ধরনের অপমানজনক মন্তব্য করার জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানাতে থাকেন। যদিও নিজের মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেননি অধীর। বিষয়টিকে কেন্দ্র করে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে দেশের রাজনৈতিক মহলে।

RELATED ARTICLES

Most Popular