Homeএখন খবরঝাড়গ্রামে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা, রাজনৈতিক চক্রান্তের আভিযোগ

ঝাড়গ্রামে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা, রাজনৈতিক চক্রান্তের আভিযোগ

নিজস্ব সংবাদদাতা: ছেলের সহপাঠিনীকে যৌন হেনস্থার অভিযোগে ঝাড়গ্রাম জেলার  শিলদা এলাকা থেকে এক বিজেপি নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। জেলা বিজেপি এস সি মোর্চার জেলা সভাপতি ওই নেতাকে গ্রেপ্তারের পেছনে রাজনৈতিক চক্রান্তের আভিযোগ করেছেন ধৃতের স্ত্রী ও আইনজীবী।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিনপুর থানা সূত্রে জানা গেছে  অভিযুক্ত ওই নেতার নাম চিন্ময় মন্ডল। মণ্ডল বিগত পঞ্চায়েত নির্বাচনে জিলা পরিষদে তৃনমূলের বিরুদ্ধে প্রতিদ্বন্দিতা করেছিল বলে জানা গেছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ওই কিশোরীর বাবার আভিযোগ সোমবার চিন্ময় তার ছেলের জন্মদিনে অন্যান্য সতীর্থদের সাথে ওই কিশোরীকেও নিমন্ত্রণ করেছিল । রাতে তাকে বাড়িতে পৌছে দেওয়ার নাম করে গাড়িতে করে নিয়ে বেরিয়ে যায় চিন্ময়। রাস্তায় গাড়ি ঘুরিয়ে নির্জন মাঠে নিয়ে গিয়ে অশালীন অাচরন শুরু করে। দেরী হচ্ছে দেখে কিশোরীর বাবা ফোন করলে অভিযুক্ত ফোন রিসিভ করে নেয়। তখনি বুদ্ধি করে কিশোরী  চিৎকার করে নিজেদের অবস্থান জানিয়ে দেয়। ছুটে আসে মেয়ের বাবা। হাতেনাতে ধরা হয় ঐ বিজেপি নেতা কে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কিশোরীর বাবার দাবি নির্জন মাঠে গাড়ি নিয়ে কি করছিলো প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি চিন্ময়। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
  ঘটনার পরেই চিন্ময়ের দোকান ও গাড়ি ভাঙচুর করা হয়। চিন্ময়ের স্ত্রীর আভিযোগ, আমার স্বামী ওরকম মানুষ নন, পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এই নোংরা খেলার পরিকল্পনা করা হয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
চিন্ময়ের আইনজীবী জানিয়েছেন, তিন উপনির্বাচনে জয়ী হবার পর আবারও পুরোনো প্রতিহিংসার পথ বেছে নিয়েছে তৃনমূল। রাজ্যজুড়েই বিরোধিদের বিভিন্ন মামলায় বিশেষ করে মহিলা জনিত ঘটনায় ফাঁসানো হচ্ছে। এই ঘটনাও তারই অঙ্গ। চিন্ময়ের বিরুদ্ধে পসকো আইনে মামলা রুজু করে তাকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। 

RELATED ARTICLES

Most Popular