নিউজ ডেস্ক: গতকাল রবিবার দিল্লীতে পেট্রোল ২১ পয়সা ও ডিজেল ২৯ পয়সা বৃদ্ধি পায়। সেই অনুযায়ী পেট্রোল লিটার প্রতি 82.34 এবং ডিজেল লিটার প্রতি 72,42 হয়ে দাঁড়ায়। তবে আজ আর বৃদ্ধি পায়নি তেলের দাম।
চলতি মাসে পেট্রোল ও ডিজেলের দাম এখন পর্যন্ত নয় বার বাড়ানো হয়েছে। ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুযায়ী আজ, দিল্লী, কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ের পেট্রোলের দাম যথাক্রমে 82.34, 83.87, 89.02 এবং 85.31 টাকা প্রতি লিটার হয়েছে। একই সাথে চারটি মহানগরে ডিজেলের দাম প্রতি লিটারে বেড়ে হয়েছে যথাক্রমে 72.42, 75.99, 78.79 এবং 77.84 টাকা।
জানিয়ে রাখি, তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) দামগুলি পর্যালোচনা করে প্রতিদিন পেট্রোলের হার এবং ডিজেলের হার নির্ধারণ করে। ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম প্রতিদিন সকাল 6 টায় পেট্রোল ও ডিজেলের দাম সংশোধন করে নতুন দাম ধার্য করা হয়। পেট্রোল ও ডিজেলের দামে আবগারি শুল্ক, ডিলারের কমিশন এবং অন্যান্য জিনিস যুক্ত করার পরে তেলের দাম বেড়ে দ্বিগুণ হয়ে যায়।
আপনি পেট্রোল এবং ডিজেলের দাম এসএমএসের মাধ্যমেও জানতে পারবেন। ইন্ডিয়ান অয়েল গ্রাহকরা RSP লিখে 9224992249 নম্বরে এবং BPCL গ্রাহকরা RSP লিখে 9223112222 নম্বরে পাঠিয়ে এই তথ্য জানতে পারবেন। একই সাথে, HPCL গ্রাহকরা HPPrice লিখে এবং 9222201122 নম্বরে এসএমএস পাঠিয়ে দাম জানতে পারবেন।