Homeএখন খবরকাটোয়ার চাণ্ডুলী গ্রামের প্রাচীন ঐতিহ্য নবান্ন উৎসব

কাটোয়ার চাণ্ডুলী গ্রামের প্রাচীন ঐতিহ্য নবান্ন উৎসব

গৌরনাথ চক্রবর্ত্তী,পূর্ব বর্ধমানঃবাংলার লোক উৎসব তথা কাটোয়ার চান্ডুলী গ্রামের প্রাচীন ঐতিহ্য “নবান্ন”। নতুন ধানের-চালের উৎসব। এই লোক উৎসব উপলক্ষ্যে সারা অগ্রহায়ণ মাস জুড়ে মেতে ওঠে বাংলার প্রতিটা প্রান্ত। বাদ পড়েনি পূর্ব বর্ধমানের কাটোয়া ২ নং ব্লকের শ্রীবাটী গ্রাম পঞ্চায়েতের চান্ডুলী গ্রাম। আজ অর্থাৎ   শনিবার গ্রামের সব দেব-দেবী দের নতুন ধানের চাল উৎসর্গ করে নবান্নের প্রসাদ গ্রহন করেন সকল গ্রামবাসী।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মেতে ওঠেন দেব-দেবীর পূজা অর্চনায় মহা সমারোহে। প্রতিমা-মন্ডপ-আলোকসজ্জা ও বাজনায় এক মনোমুগ্ধকর পরিবেশ গড়ে উঠেছে চান্ডুলীর আকাশে বাতাসে। অন্নপূর্ণা, কালী,দুর্গা,সরস্বতী, শিব সহ বিভিন্ন রকমের  প্রতিমা তৈরি করে পুজো করছেন পুজো উদ্যোক্তরা। আগামীকাল অর্থাৎ রবিবারমহা ধুমধামে প্রতিযোগিতামূলক প্রদর্শনীর মাধ্যমে  প্রতিমা নিরঞ্জন হবে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গ্রামের প্রতিটি ক্লাব প্রতিমা, মন্ডপসজ্জা, আলোকমালা ও বাজনায় একে অপরের চেয়ে এগিয়ে থাকতে চায় নিজস্বতায়।এই নবান্ন উৎসব উপলক্ষ্যে একটি বড় মেলাও বসেছে।কলকাতার অপেরা দল কর্তৃক “কৃষ্ণ সখা সুদামা”যাত্রাটি আজ মঞ্চস্থ হচ্ছে বলে জানা যায়।বছরের পর বছর এভাবেই দুদিন ধরে মেতে ওঠে চাণ্ডুলী গ্রামের বাসিন্দারা।

RELATED ARTICLES

Most Popular