Homeএখন খবরমুখ্যমন্ত্রী জেলা সফরে, নিকষ অন্ধকারে ডুবে গেল তমলুক জেলা হাসপাতাল

মুখ্যমন্ত্রী জেলা সফরে, নিকষ অন্ধকারে ডুবে গেল তমলুক জেলা হাসপাতাল

নিজস্ব সংবাদদাতা: বিশ্ববানিজ্য সম্মেলন উপলক্ষ্যে সোমবারই পুর্ব মেদিনীপুর জেলার দিঘায় এসে পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর তার কিছুক্ষণের মধ্যেই নিকষ অন্ধকারে ডুবে গেল জেলা সদর তমলুকে অবস্থিত জেলা হাসপাতাল। বিকাল ৫টা নাগাদ জেলা হাসপাতালে যখন এই বিপর্যয় শুরু ঠিক তার কিছুক্ষন আগেই মুখ্যমন্ত্রী ও একাধারে রাজ্যের  স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জী খড়গপুর থেকে হেলিকপ্টারে দিঘায় এসে পৌঁছেছেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে বিপর্যয় এতটাই গভীরে ছিল যে প্রায় চারঘন্টা চেষ্টার পরেও স্বাভাবিক হয়নি পরিস্থিতি , মোমবাতির জ্বেলে  আলোতে চিকিৎসকরা কোনরকমে  চিকিৎসা পরিষেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যেতে হয়েছে চিকিৎসক ও নার্সদের । কোনও কোনও ক্ষেত্রে সেই পরিষেবাও পাওয়া যাচ্ছিলনা বলে রোগীর আত্মীয় পরিজনরা   অভিযোগ করেছেন। কোনও কোনও ওয়ার্ডে চিকিৎসা পরিষেবার অভাবে   আতঙ্ক ছড়িয়েছে রুগী ও তাঁদের  আত্মীয়দের মধ্যে ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
হাসপাতালের একটি সূত্র জানিয়েছে  নতুন মেডিকেল কলেজ তৈরির জন্য জেলা হাসপাতালের সামনে যন্ত্র দিয়ে মাটি খোঁড়ার  কাজ চলার সময় মাটির নিচে থাকা বিদ্যুৎ পরিবাহিত মুল কেবলটি ছিঁড়ে গিয়েই বিপত্তি ঘটেছে। পুরো জেলা হাসপাতালটাই বিদ্যুৎ বিছিন্ন হয়ে যায়। আর তাতেই নেমে আসে এই বিপর্যয়।  বিদ্যুৎহীন হয়ে পড়ে  হাসপাতালের প্রধান চত্বরসহ জরুরী বিভাগ ও মহিলা ও পুরুষ ওয়ার্ডগুলি। শিশু ও সংক্রমণ রুগী বিভাগ সহ হাসপাতালের আন্তঃবিভাগে থাকা প্রায় আড়াইশো জন রোগী পুরোপুরি অন্ধকারে ডুবে যায়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জেলা হাসপাতাল কর্মকতারা জানিয়েছেন , পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে আইসিইউ ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ও অপারেশন থিয়েটার গুলি জেনারেটরের মাধ্যমে সচল রাখা হয়েছিল । সেখানে  ভর্তি থাকা রোগীদের কোন সমস্যার মধ্যেই পড়তে হয়নি ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মন্ডল জানিয়েছেন , মেডিকেল কলেজ তৈরির জন্য মাটি খোঁড়ার কারণে হাসপাতালের মুল বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে কিছুটা সমস্যা হয়েছিল। পরে তা মেরামত করে পরিস্থিতি সামাল দেওয়া গেছে।”মণ্ডল দাবি করেছেন এমনটা হতে পারে আশঙ্কা করে আগেই বিদ্যুৎ বন্টন সংস্থাকে মুল সংযোগ সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছিল। ওরা সেই কাজ সঠিক সময়ে করলে  এই বিপত্তি হতনা।

RELATED ARTICLES

Most Popular