টেক ডেস্ক: আমাদের সবসময়ের সঙ্গী আমাদের মুঠোফোনটি আমাদের কাছে যেমন মুশকিল আসান একটি বস্তু, তেমন ভাবেই এটি কিন্তু যে কোনও সময় আপনাকে বিপদে ফেলে দিতে পারে, তাই আপনার উচিৎ সবসময় সতর্ক থাকা। আজকাল আমাদের ফোনে আমরা নানান রকমের প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করে থাকি। সেই সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিভিন্ন অ্যাপের সাথে লিঙ্ক করে অনলাইনের মাধ্যমে টাকার আদান-প্রদানও করা হয়। এমনকি অনেকে আবার নিজেদের আকান্তই গোপন কিছু ছবি বা ভিডিওও ফোনে সংরক্ষণ করে রাখেন। আর এক্ষেত্রে যদি আপনি সজাগ না হন, তাহলে মুহূর্তেই আপনার ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে চলে যেতে পারে।
এজন্য আপনার উচিৎ এমন কিছু পাসওয়ার্ড দিয়ে ফোন লক করে রাখা, যাতে সহজে কেউ আপনার ব্যক্তিগত পরিসরে পা না রাখতে পারে। পাসওয়ার্ডের ক্ষেত্রে যেসব ভুল অনেকেই করে থাকেন, তা হল সিরিয়াল নম্বর, বা নিজের জন্ম তারিখ, বা প্রিয়জনের জন্ম তারিখ। সম্প্রতি ২০২০ সালের সব থেকে খারাপ পাসওয়ার্ডের একটি তালিকা জারি করেছে পাসওয়ার্ড ম্যানেজার সলিউশন কম্পানি NordPass । এই তালিকাতে এমন কিছু পাসওয়ার্ড রয়েছে যেগুলো খুব সহজে হ্যাক করা যায় এবং যেগুলো খুব বেশি ব্যবহার হয়।
এই বছরের সবথেকে জনপ্রিয় পাসওয়ার্ড ছিল 123456 এবং 123456789। এই দুটি পাসওয়ার্ড সবথেকে বেশি মানুষ ব্যবহার করছে। পাশাপাশি এই ধরনের পাসওয়ার্ড এক সেকেন্ডের থেকেও কম সময়ে ক্র্যাক করা সম্ভব। 123456 এর সাথে তালিকাতে রয়েছে picture1, password, 12345678 এর মত পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডগুলি অত্যন্ত কম জোর এবং সব থেকে তাড়াতাড়ি হ্যাক করা সম্ভব। আসুন তালিকা দেখে নেওয়া যাক।
NordPass ২০২০ সালের সব থেকে খারাপ ২০০টি পাসওয়ার্ডের তালিকা প্রকাশ করেছে। এই তালিকা তে ২০টি এমন পাসওয়ার্ড রয়েছে যেগুলো খুব সহজ এবং প্রায় প্রত্যেক মানুষ এগুলো একবার না একবার ব্যবহার করেছেন। আসুন পাসওয়ার্ডের তালিকা দেখে নেওয়া যাক-
1. 123456 2. 123456789 3. picture 1 4. password 5. 12345678 6. 111111 7. 123123 8. 12345 9. 1234567890 10. senha 11. 1234567 12. qwerty 13. abc123 14. Million2 15. 000000 16. 1234 17. iloveyou 18. aaron431 19. password1 20. qqww1122
জানা গিয়েছে, বিশ্বের বহু মানুষ এই ধরনের পাসওয়ার্ড ব্যবহার করেন। এই ধরনের পাসওয়ার্ড খুব সহজে ক্র্যাক করা সম্ভব এবং ক্র্যাক হয়ে গেলে হ্যাকার আপনার ফোনের সমস্ত তথ্য জেনে ফেলতে পারবে মুহূর্তেই।
এই তালিকাতে আছে বিশ্বের সবথেকে খারাপ কিছু পাসওয়ার্ড। তাই এর মধ্যে থাকা কোন পাসওয়ার্ড আপনি আপনার ফোন সুরক্ষিত রাখার জন্য ব্যবহার করবেন না। তাহলে আপনার অজান্তেই আপনার ফোনের সমস্ত তথ্য হ্যাকারদের হাতে পৌঁছে যেতে পারে।
সবসময় মনে রাখবেন, আপনার সুরক্ষা আপনার হাতে। নিজের ছোট্ট ভুলে বড় বিপদ ডেকে আনবেন না যেন। প্রযুক্তির ব্যবহার করুন, তবে সচেতনতার সাথে। নিজে অসাবধান হয়ে হ্যাকারদের সুযোগ করে দেবেন না।