✍️কলমে: অমিত সরকার
এই গ্রামে
কেউ কেউ এখনও আকাশ বাঁধে ঘরের বদলে
ঘুঁটের উনুনকে পাশ কাটিয়ে জাতিস্মর রাস্তারা
হেঁটে যায়
রেডিও বাজে কলঙ্কিত সুরে
সিঁদুর রাঙানো চোখে
সারারাত জেগে জেগে চুল বাঁধে মেয়েসাবানেরা
ভোরবেলা স্কুলে যায় ডিপ টিউবওয়েল
রবিফসলেরা জন্মমুহূর্তেই শিখে যায় ব্যথার নিয়ম
শাণ্ডিল্য গোত্র, মকর রাশি ও শ্রবণা নক্ষত্রকে নিয়ে
এখানেই আমার রাজপাট, ষড়রিপুর পরব
ইউরিয়া আর ডিওপি-র সুগন্ধে ভরা রাক্ষসের গান
সহস্র বছর পরে এগ্রামেই ফের
কুরুক্ষেত্রের যুদ্ধ হবে কবিতার উত্তরাধিকার নিয়ে…