নিজস্ব সংবাদদাতা: এক তৃনমূল কর্মী পরিবারের মিষ্টির দোকান ভাঙচুর চালানোর আভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুস্কৃতিদের বিরুদ্ধে।আভিযোগ তৃণমূল করার জন্যই ওই তৃণমূল কর্মী পরিবারের দোকান , বাইক ভাঙচুরের পাশাপশি মারধরও করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার পোক্তাপুল এলাকার ঘটনায় পুলিশে আভিযোগ দায়ের করা হয়ছে ওই পরিবারের পক্ষ থেকে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ওই মিষ্টি তথা খাবারের দোকানের মালিক ঝন্টু গিরি ও তার ছেলে রঞ্জিত গিরি সহ পুরো পরিবারটি তৃনমূল কংগ্রেসের কট্টর সমর্থক।আর এই কারনে ওই এলাকার বিজেপির কর্মী রঞ্জিত পাতর, অমল পাতর প্রমূখরা তাদের প্রায় হুমকি দিত দেখে নেওয়ার।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বৃহস্পতিবার পোক্তাপুল থেকে দশগ্রাম গামী ৬০নম্বর বালেশ্বর-রানীগঞ্জ জাতীয় সড়কের পাশেই ওই পরিবারের খাবারের দোকান রাত্রি ৯ টা নাগাত বিজেপির কিছু দুষ্কৃতী তাদের দোকানে এসে হুমকি দিতে থাকে সেই সঙ্গে দোকানের চেয়ার টেবিল সহ একটি বাইক ভাঙচুর করে ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঝন্টু গিরির অভিযোগ, ” ভাঙচুরে বাধা দিতে গেলে আমাকে ও আমার স্ত্রীকে মারধর করা হয়।এলাকায় দীর্ঘদিন ধরে তৃণমূল করি। আমাদের দোকানে অনেক নেতৃত্বরা আসেন ।তাই এই ধরনের আক্রমণ ।আমরা নারায়ণগড় থানায় লিখিত অভিযোগ জানিয়েছি ।”
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গিরি আরও আভিযোগ করেছেন রঞ্জিত , অমল ও একাদশী পাতর ছাড়াও আরও কয়েকজন অশ্রাব্য গালিগালাজ করতে করতেই হামলা চালায়। দোকানের আলো ভেঙে দিয়ে অন্ধকার করে হামলা চালানো হয়। দোকানের ক্যাশ বাক্স তছনছ করা হয়, ভাঙচুর করা হয় চেয়ার টেবিল এমনকি সামনে থাকা বাইকটিও।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যদিও এই ঘটনার সঙ্গে বিজেপির কোন হাত নেই বলে দাবি করেছে এলাকার বিজেপির নেতৃত্ব রামচন্দ্র দাস ।তার পাল্টা অভিযোগ, “এটা ওদের নিজেদের মধ্যে সমস্যা। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ।” অবশ্য বিজেপি যাই বলুকনা কেন অভিযুক্তরা স্থানীয় বিজেপি কর্মী বলেই পরিচিত।