নিজস্ব সংবাদদাতা : পরকীয়ার ভুল ভেঙেছিল বন্যার। ফিরে যেতে চেয়েছিলেন স্বামীর ঘরে। আজ, শুক্রবারই ফেরার কথা ছিল তাঁর কিন্তু শেষ রক্ষা হলনা। শুক্রবারই গভীর রাতে তাঁকে খুন করে আত্মঘাতী হলেন প্রেমিক নিজেও। পুর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানা এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে মন্তেশ্বর থানার পুটশুড়ি গ্রাম পঞ্চায়েতের চন্দনপোঁতা গ্রামে। এই গ্রামেরই ২০বছরের বন্যা মন্ডলের দুবছর আগে দেখা শোনা করেই বিয়ে হয় পূর্বস্থলী থানার সাতপোঁতা গ্রামের গৌরাঙ্গ মন্ডলের সাথে। সেখানেই দিব্যি সংসার করছিল বন্যা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কিন্তু সব এলোমেলো হয়ে যায় মাস ছয়েক আগে। সাতপোঁতা গ্রামে রাজমিস্ত্রির কাজে আসে মুর্শিদাবাদের কান্দি এলাকার বাসিন্দা দীপক হালদার। সেই দীপকের সাথে আলাপ হওয়ার পর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে দুজনের মধ্যে। তারপর একদিন রাতের অন্ধকারে বন্যা স্বামীর ঘর ছেড়ে দীপকের সাথে কান্দিতে চলে যায়। এরপর সেখানে গিয়ে বন্যা জানতে পারে দীপক বিবাহিত এবং তার ছেলে মেয়ে আছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্বপ্ন ভগ্ন হয় বন্যার। কয়েক মাস আগে বাবার সাথে কথাবার্তা বাপের বাড়ি ফিরে আসে। বন্যার বাবা ফের বন্যার এরই স্বামী গৌরাঙ্গ মন্ডলের সঙ্গে যোগাযোগ করে। গৌরাঙ্গ রাজি হয় বন্যাকে ফিরিয়ে নিতে। যাওয়ার শুক্রবারই তার স্বামীর বাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল বলে জানিয়েছেন বন্যার বাবা তড়িৎ মন্ডল।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ সূত্রে জানা গেছে, বোধহয় বিষয়টা জানতে পেরেই এই গ্রামে ফের চলে আসে দীপক। শুক্রবার বন্যার সাথে দেখা করার জন্য মাঝ রাতেই বন্যার ঘরে প্রবেশ করে সে এবং ধারালো কোনও অস্ত্র দিয়ে খুন করে বন্যাকে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রথমে এই খুন নিয়ে ধন্দ তৈরি হলেও শুক্রবার সকালে চন্দনপোঁতা থেকে চার কিমি দুরে পূর্বস্থলী থানার ঘূর্ণি গ্রামের মাঠে দীপকের দেহ গাছে ঝুলতে দেখে ঘটনা পরিষ্কার হয়ে যায়। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে পাঠায় ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।