নিউজ ডেস্ক: পুরুষদের পাশাপাশি নারীরাও আজকাল ফ্যাশেনেবল পোশাক হিসেবে জিন্সকেই সবার প্রথম স্থান দেন। কিন্তু এই ফ্যাশন করতে গিয়ে নিজেকে কতটা বিপদের মুখে ফেলছেন, সেটা কী ভেবে দেখেছেন কোনও দিন! ভাবছেন ফ্যাশন থেকে ক্ষতি কীভাবে! ফ্যাশন করলে ক্ষতি নেই, কিন্তু ফ্যাশন করতে গিয়ে টাইট জিন্স পড়েই নিজেকে ঠেলে বিপদের মুখে। হ্যাঁ এমনটাই জানাচ্ছেন মার্কিন গবেষকেরা। মার্কিন বিশেষজ্ঞরা জানান, আটোসাঁটো জিন্স বা স্কিন টাইট জিন্স প্যান্ট ব্যবহারের ফলে পায়ের বিভিন্ন পেশি বিশেষ করে পায়ের উপরের অংশের পেশী ক্ষতিগ্রস্ত হতে পারে।
যুক্তরাষ্ট্রের কিছু স্থানে ‘ম্যারালজিয়া প্যারিসথেটিকা’ নামের একটি রোগের প্রাদুর্ভাব নিয়ে গবেষণা করতে গিয়েই টাইট জিন্সের এই ক্ষতিকর দিক সম্পর্কে জানতে পারেন গবেষকরা। কী এই রোগ? এ রোগের লক্ষণ হিসেবে পায়ের ওপরের অংশে টান লাগা বা পায়ের উপরের দিক অসার অনুভব করার মতো সমস্যায় ভোগেন আক্রান্তরা। আর হঠাৎ করে এই ধরনের রোগে আক্রান্ত হওয়া ব্যক্তিদের নিয়ে গবেষণা করতে গিয়েই রোগটির সাথে টাইট জিন্স পড়ার সংযোগ খুঁজে পান গবেষকরা।
এ প্রসঙ্গে মার্কিন গবেষক ডাক্তার ক্যারেন বোয়েল বলেন, ‘ম্যারালজিয়া প্যারিসথেটিকা’ হল এমন একটি রোগ, যার কারণে পায়ের ওপরের অংশের পেশীগুলো ক্রমশ ক্ষতিগ্রস্ত হতে থাকে। আর এ ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তখন আরও বাড়তে থাকে, যখন কেউ টাইট জিন্স পড়েন।
পাশাপাশি যেসব মেয়েরা টাইট জিন্সের সাথে হাই হিল জুতো পড়েন তাদের ওপর পায়ের পেশীতে চাপ পড়ার এই বিষয়টি আরও বেশি এবং ভয়ানক প্রভাব ফেলে। এছাড়াও টাইট জিন্স পড়লে পিঠের ব্যথা হয়। এমনকি এটি ধীরে ধীরে একটি স্লিপ ডিস্ক হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। কোমর সম্পর্কিত নানান সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি। টাইট জিন্স পরলে শরীরে রক্ত সঞ্চালন সচল ভাবে হয় না, যার ফলে আরও অনেক সমস্যা দেখা দিতে পারে। টাইট জিন্স পড়লে জরায়ুর সংকোচন এবং বন্ধ্যাত্বের ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে।
এই কারণে এমন জিন্স প্যান্ট বা আটোসাঁটো পোশাকের ব্যবহার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসক ক্যারেন বোয়েল। সেই সঙ্গে জিন্স প্যান্ট পড়লে যদি কোনও ধরনের অস্বস্তি অনুভূত হয়, তাহলে তা না পড়ারই পরামর্শ দেন তিনি।