Homeএখন খবর"আমার আশা, সরকার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করবেন", নীতিশকে খোঁচা এলজেপির চিরাগ...

“আমার আশা, সরকার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করবেন”, নীতিশকে খোঁচা এলজেপির চিরাগ পাসওয়ানের

ওয়েব ডেস্ক : সোমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে রাজভবনে নীতিশ কুমার সহ আরও দুজন উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেন। শপথ গ্রহণের পর এদিন দুই উপমুখ্যমন্ত্রী সহ মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে ‘এনডিএ পরিবার’ বলে অভিনন্দন জানান। এরপরই এদিন নীতিশ কুমারকে খোঁচা দিতে ছাড়েননি এলজেপির চিরাগ পাসোয়ান। এদিন তিনি বলেন, “আবারও মুখ্যমন্ত্রী হওয়ায় নীতিশ কুমারকে অভিনন্দন। আমার আশা, সরকার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করবেন এবং আপনি এনডিএয়ের মুখ্যমন্ত্রী থাকবেন।”

তবে শুধুমাত্র মুখ্যমন্ত্রী নন একই সাথে এদিন উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলে তারকিশোর এবং রেণু। এর জেরে স্বাভাবিকভাবেই এদিন রাজনৈতিক মহলে জল্পনার সৃষ্টি হয়েছে। এদিন শপথ গ্রহণের পর নীতিশ কুমারকে অভিনন্দনও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা-সহ বিজেপির একাধিক নেতৃত্বের উপস্থিতিতে দ্বিতীয়বারের জন্য রাজভবনে শপথ গ্রহণ করেন নীতিশ কুমার।

এদিন নীতিশের শপথগ্রহণের পর পরই তাকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটবার্তায় এদিন মোদী বলেন, “বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য নীতিশ কুমারজিকে অভিনন্দন। বিহার সরকারের মন্ত্রী হিসেবে যাঁরা শপথ নিয়েছেন, তাঁদেরও অভিনন্দন জানাচ্ছি। বিহারের উন্নয়নে একসঙ্গে কাজ করবে এনডিএ পরিবার। বিহারের কল্যাণে কেন্দ্রের তরফে যাবতীয় সাহায্যের বিষয়ে আশ্বস্ত করছি।” পাশাপাশি এদিন শপথ গ্রহণের পর বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেন, “মানুষের সিদ্ধান্তে রাজ্যে আবারও সরকার গঠন করেছে এনডিএ। আমরা একসঙ্গে কাজ করব এবং মানুষের সেবা করব।”

RELATED ARTICLES

Most Popular