Homeএখন খবরচোর সন্দেহে পার্কিং কর্মীকেই পিটিয়ে খুন! হলদিয়ায় চাঞ্চল্য, গ্রেপ্তার ৩

চোর সন্দেহে পার্কিং কর্মীকেই পিটিয়ে খুন! হলদিয়ায় চাঞ্চল্য, গ্রেপ্তার ৩

নিউজ ডেস্ক: মোবাইল ও টাকা চুরির সন্দেহে এক পার্কিং কর্মীকেই পিটিয়ে খুন করার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার ভবানীপুর থানা এলাকায়। রবিবার সন্ধ্যায় অর্ধমৃত অবস্থায় পড়ে থাকা ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় মাত্র ২৪ বছরের ওই যুবকের। জানা গেছে ভবানীপুর পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে চুরি যায় মোবাইল ও টাকা। শুরু হয় খোঁজ-খবর। আর খোঁজ করতে গিয়েই চোখ পড়ে সেখানকার পার্কিং কর্মীর ওপর। সন্দেহের বশবর্তী হয়ে ওই কর্মীর ওপর চলে অকথ্য অত্যাচার, চলে গনপিটুনি। তার জেরেই মৃত্যুর মুখে ঢলে পড়েন সেই কর্মী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সেই এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই যুবকের নাম আব্দুল রশিদ, বয়স ২৪ বছর। সে স্থানীয় মসজিদ পাড়ার বাসিন্দা। জানা যায়, রবিবার সন্ধ্যেয় আধমরা অবস্থায় স্থানীয় বটতলা ভাগাড়ের পাশ থেকে উদ্ধার করেন স্থানীয় মানুষ। ভর্তি করা হয় হলদিয়া মহকুমা হাসপাতালে। অবস্থার অবনতি হলে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তর করা হয় তাঁকে। রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মৃত্যু হয় আব্দুলের।

জানা যায়, রবিবার পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে চুরি হওয়ার ঘটনায় চোর সন্দেহে তাকে হেনস্থা করা হয়। খবর পেয়ে বাড়ীর লোকেরা গিয়ে আব্দুলকে বাড়ীতে নিয়ে আসে। বিকেলে গেঁওয়াডাব বাজারে যাওয়ার কথা বলে বাড়ী থেকে বেরিয়েছিল সে। অভিযোগ, সেখানেই তার ওপর হামলা চালায় অভিযুক্তরা। মৃতের স্ত্রী রানুমা বিবির অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করেছে পুলিশ। ৭ জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে শেখ মেহেবুব, শেখ রমজান ও শেখ সামসুদ্দিন নামের স্থানীয় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভবানীপুর থানার ওসি মহম্মদ মাহিয়ুল ইসলাম বলেন,’ চুরি যাওয়া মোবাইল ও টাকাকে কেন্দ্র করে বচসার জেরে এই খুন বলে অনুমান করা হচ্ছে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে। বাকিদের ধরার চেষ্টা চলছে।’

RELATED ARTICLES

Most Popular