Homeএখন খবরফাঁস হল গেরুয়া ভ্রষ্টাচার, জামিয়ার ছাত্র আন্দোলনকে বিকৃত করতে ভুয়ো ছবি পোষ্ট...

ফাঁস হল গেরুয়া ভ্রষ্টাচার, জামিয়ার ছাত্র আন্দোলনকে বিকৃত করতে ভুয়ো ছবি পোষ্ট করল বিজেপি মিডিয়া সেল

জামিয়ার আসল ছবি, পুলিশের চোখে চোখ রেখে ছাত্রী 

নিজস্ব সংবাদদাতা : শুধু দেশ নয় বিদেশেও ক্রমশ ধিক্কারের মুখে মোদী সরকার। দেশের মানু্ষের মধ্যে বিভিন্ন ধরনের ভয় ভীতি সঞ্চার করে মানুষকে মুল সমস্যা আর নিজেদের ব্যর্থতা থেকে মুখ ঘুরিয়ে দিতে চাইছে সরকার এমনটাই আভিযোগ। জিডিপি পড়ে যাওয়া, উৎপাদন কমে যাওয়া, বিনিয়োগ হীনতা ইত্যাদি সংকটে ভুগছে দেশ। শাসকের নীতিতে গরীব মানুষ মরছে আর শাসকের হাত ধরেই আদানি আম্বানিদের পোয়া বারো।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মানু্ষের ক্রোধ যখন বাড়ছে তখনই এসেছে এনআরসি, ক্যাব। দেশ এখন তাতেই উত্তাল। আর সেই সমস্যা নিয়েই  জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ এবং তারপর  পড়ুয়াদের উপর পুলিশের লাঠিচার্জ।এই ঘিরেই গত ২ দিনের জাতীয় রাজনীতি আবর্তিত। পুলিশের লাঠি আর কাঁদানে গ্যাসের সামনে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রীর অদম্য লড়াইয়ের ছবি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে সামনে চলে আসায় আবারও ধিক্কারের মুখে মোদী শাহি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঠিক এমনই সময় মোদী শাহিকে বাঁচাতে বিকৃত তথ্য ও ছবি বাজারে ছাড়ার আভিযোগ উঠেছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে। যখন জামিয়ার বীরাঙ্গনা ছাত্রীরা জাতি ধর্ম নির্বিশেষে সহপাঠিদের পুলিশের আক্রমন থেকে বাঁচাতে এগিয়ে এসেছেন এবং সেই ছবি দেশের মানু্ষের প্রশংসা কুড়িয়েছে তখনই বাজারে ছড়ানো হচ্ছে ভুয়ো ছবি। 

পুরুষের বুকে ব্রা লাগিয়ে নারী সাজার মিশরের ঘটনাকে জামিয়ার ছবি বলে চালানোর চেষ্টা 

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এমনই একটি ছবি ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে বোরখা পরা এক পুরুষকে। তাঁকে পুলিশ গ্রেপ্তার করেছে বলেও মনে হচ্ছে ছবিটি দেখে। ওই ব্যক্তি জিনসের প্যান্ট, একটি টি-শার্ট এবং মহিলাদের অন্তর্বাস পরে আছে। তার উপরে আছে বোরখা। সোশ্যাল মিডিয়ায় ছবিটি পোস্ট করে দাবি করা হয়, ও জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রী, যার ছবি বিক্ষোভের মুখ হিসেবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
একজন পুরুষ ওই মহিলা সেজে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিল। এমনকী, পুলিশের দিকে পাথরও ছুড়ছিল মহিলা সেজে।  ছবিটি বহু মানুষ ফেসবুক, টুইটারে পোস্ট করেছেন। তাঁদের প্রত্যেকেরই বয়ান কমবেশি একই রকম। ছাত্রদের আড়ালে বিশেষ সম্প্রদায়ের লোক হিংসা ছড়াচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে সোশ্যাল মিডিয়ার পোস্টগুলিতে।
 

ছবিটি মিশরের এক শিশু পাচারকারীর যা জামিয়ার বলে চালানোর চেষ্টা গেরুয়া শিবিরের 

কিন্তু, পরে জানা যায় সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি ছড়ানো হয়েছে তার সঙ্গে জামিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভের কোনও সম্পর্ক নেই। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম ফ্যাক্ট চেক করে জানিয়েছে, যে ছবিটি ইন্টারনেটে প্রচুর পরিমাণে শেয়ার করা হচ্ছে, সেটি কোনও ভারতীয়র নয়। ছবিটি আসলে দু’বছরের পুরনো। মিশরের এক ব্যক্তির।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সেই ব্যক্তি মহিলা সেজে শিশু পাচার করতো। ধরা পড়ার পর মিশরের পুলিশ তার ছবি তোলে। সেই ছবিটিকে গেরুয়া পন্থীরা জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ছবি বলে চালানোর চেষ্টা করছে। পডু়য়াদের দাবি, এটি আসলে বিশ্ববিদ্যালয়কে বদনাম করার চেষ্টা।

RELATED ARTICLES

Most Popular