Homeএখন খবর১৩দিনের মাথায় আবারও বালির গাড়ির তলায় পিষ্ট হয়ে মৃত্যু ঝাড়গ্রামে, উত্তপ্ত এলাকায়...

১৩দিনের মাথায় আবারও বালির গাড়ির তলায় পিষ্ট হয়ে মৃত্যু ঝাড়গ্রামে, উত্তপ্ত এলাকায় একের পর এক গাড়িতে আগুন

নিজস্ব সংবাদদাতা: দু’সপ্তাহ পের হলনা আবারও সেই ঝাড়গ্রাম জেলাতেই বালি গাড়ির তলায় চলে গেল আরেকটা তাজা প্রান। বুধবার সন্ধ্যাতে ঝাড়গ্রাম থানা এলাকারই মানিকপাড়া চুবকা এলাকার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বালি বহনকারী বেশ কয়েকটি গাড়িতে ক্রুদ্ধ জনতা আগুন লাগিয়ে দিয়েছে বলে জানা গেছে। এলাকায় ছুটে গেছে বিশাল পুলিশ বাহিনী।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া ফাঁড়ির চুবকা এলাকায়, ব্রাহ্মণদানা ও বল্লা গ্রামের মাঝামাঝি খড়গপুর-মানিকপাড়া রাজ্য সড়কের ওপর।  কংসাবতী নদী থেকে বালি নিয়ে লরি গুলি ফিরছিল সেই সময় ঘটনাটি ঘটে। সনাতন দাস নামের ৪২বছরের এক ব্যক্তি বাইক নিয়ে যাচ্ছিল ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সেই সময় বালি বোঝাই গাড়িটি তাঁকে ধাক্কা মারলে দাস পড়ে যান । ঘাতক গাড়িটি দাসের ওপর দিয়ে চলে যায়। পুলিশ জানিয়েছে মাথায় হেলমেট থাকা স্বত্তেও এক্ষেত্রে কোনও লাভ হয়নি কারন গাড়ি দাসের দু পায়ের মাঝখান দিয়ে চলে যায় ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এমনিতেই বালি গাড়ির দাপটে মানু্ষের মনে ক্রোধের আগুন ধিকিধিকি জ্বলছিল। এরপর চোখের সামনে এই ঘটনা দেখে  উত্তেজনা ছড়িয়ে পড়ে নিমেষেই । উত্তেজিত জনতা বেশ কয়েকটি বালি গড়িতে ভাঙচুর চালায়।একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেয়।পরিস্থিতি সামাল দিতে মানিকপাড়া ফাঁড়ির পুলিশ।

  এলাকার মানু্ষের আভিযোগ পুরো খালশিউলি গ্রামপঞ্চায়েত এলাকা জুড়েই বালি লুটের স্বর্গরাজ্য। আইনি আর বেআইনি দুভাবেই বালি লুট চলছে । কংসাবতী নদীর আমদই , চুবকা , চিতলবনী , মুজরাপাল, মার্কন্ডপুর প্রভৃতি ঘাট থেকে অবাধে বালি তোলা হচ্ছে। পুলিশ ও স্থানীয় নেতাদের মদতেই চলছে এই লুট।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এসবের কারনেই জনতার ক্রোধ ফেটে পড়ে। পরে পুলিশ গিয়ে অবস্থা নিয়ন্ত্রনে এনে মৃতদেহ উদ্ধার করে।
উল্লেখ্য গত ৫ই ডিসেম্বর এই জেলারই সাঁকরাইল থানা এলাকার গড়ধরা বাজারে বালি গাড়ির তলায় পিষ্ট হয়েছিল তরতাজা যুবক রঞ্জন সিং। সেখানেও উত্তেজিত জনতা একের পর এক বালি গাড়িতে আগুন লাগিয়ে দেয়। পুলিশ প্রতিশ্রুতি দিয়েছিল বালি লুটের ওপর রাশ টানা হবে কিন্তু অবস্থার কোনও উন্নতি হয়নি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
চুবকার বাসিন্দাদের আভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বারবার বালি তোলা ওপর নিষেধাজ্ঞা জারি করতে বললেও নেতারা যে তাতে কর্ণপাত করছেনা এটাই তার প্রমান। 

RELATED ARTICLES

Most Popular