Homeএখন খবরআদিবাসীদের জমি নানা ভাবে কেড়ে নেওয়া এবং এক আদিবাসী প্রৌঢ়কে খুনের...

আদিবাসীদের জমি নানা ভাবে কেড়ে নেওয়া এবং এক আদিবাসী প্রৌঢ়কে খুনের খড়গপুরে বিক্ষোভ অবরোধ

নিজস্ব সংবাদদাতা: কখনও হুমকি, কখনও প্রলোভন কখনও আবার গায়ের জোরে নিজের জমি থেকে উৎখাত করা হচ্ছে আদিবাসী জনজাতি গোষ্ঠির মানুষজনদের। ভিটে মাটি বাস্তু ও কৃষিজমি থেকে দখলচ্যুত করা হচ্ছে। এমনই দাবি তুলে খড়গপুর গ্রামীন থানার গোকুলপুর সহ সংলগ্ন এলাকায় বিক্ষোভ অবরোধে সামিল হয়েছেন আদিবাসী জনজাতি গোষ্ঠীর মানুষজন। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। বিষয়টির ওপর কড়া নজর রাখা হচ্ছে বলে জানানো হয়েছে খড়গপুর গ্রামীন পুলিশের পক্ষ থেকে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখ্য সাম্প্রতিক একটি ঘটনা ঘটেছে এই এলাকায়। গত রবিবার হরিপদ মুদি বলে এক ব্যক্তির  জমিতে মাটি ফেলে জমি দখল করার চেষ্টা হয়েছিল বলে আভিযোগ। তারই প্রতিবাদ করে ও বাধা দিতে গিয়ে দুস্কৃতিকারীদের মারে আহত হয়ে মৃত্যু হয় মুদির।  পশ্চিম মেদিনীপুর থানার গ্রামীন খড়গপুর থানার অন্তর্গত সাহাচক লাগোয়া কৃষ্ণপুরের ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মুদির পরিবারের অভিযোগ ছিল , ওই জমিটির ওপর লোভ ছিল কয়েকজনের। বহুদিন ধরেই গরীব এই আদিবাসী পরিবারের জমিটি দখলের চেষ্টা করার জন্য ব্যবহার করা হচ্ছিল দুষ্কৃতিদের। রবিবার তারাই  সেই জমিতে মাটি ফেলার চেষ্টা করছিল। খবর পেয়েই ছুটে যায় নিহত হরিপদ। তখনই দুর্বৃত্তরা তাঁকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে। মারের চোটে প্রায় জ্ঞান হারিয়ে ফেলেন মুদি। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় খড়গপুর সদর মহকুমা হাসপাতালে। সোমবার সকালে এই হাসপাতালেই মৃত্যু হয় তার।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তাঁর মৃত্যুর খবর গ্রামে পৌঁছানোর পরেই ক্রুদ্ধ জনতা  সাহাচক-মানিকপাড়া সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন । ওই রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে যায়। এরপরই পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছায় খড়গপুর লোকাল থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দিতে অবরোধ উঠে যায়। পুলিশ ওই ঘটনায় দুই প্রধান অভিযুক্ত সেখ রিয়াজ ও কেতাউদ্দিনকে গ্রেপ্তার করে। খুনের অভিযোগে তারা বর্তমানে জেল হেফাজতে।

মৃত হরিপদ মুদির পরিবারকে পর্যাপ্ত সাহায্য দিতে হবে সরকারের তরফে এবং এলাকায় কোনও ভাবেই আদিবাসীদের জমি নেওয়া চলবেনা এমনই দাবি তুলে ‘সাহাচক থেকে গোকুলপুর যাওয়ার সড়কের চারচক এলাকায় বৃহস্পতিবার সকাল থেকেই অবরোধ শুরু করেছে আদিবাসী জনজাতি সংগঠন ভারত মাঝি পরগনা মহলের খড়গপুর বল্লা মুলুক ও আদিবাসী কোড়া সমাজ কল্যান সংস্থা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রায় তিনঘন্টা ধরে চলছে এই অবরোধ। এখনও অবধি পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে বিক্ষোভকারীদের সঙ্গে সরাসরি কোনও কথা বলা হয়নি। খড়গপুর শিল্প তালুকের অন্যতম গুরুত্বপূর্ণ এই এলাকায় সমস্ত যানবাহন স্তব্ধ হয়ে রয়েছে। কারখানা গুলির বহু গাড়ি বিভিন্ন জায়গায় থমকে আছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
খড়গপুর পুলিশের পক্ষ থেকে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা চালানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। অন্যদিকে বিক্ষোভকারিরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন সদর্থক আলোচনা না হলে অবরোধ চলতেই থাকবে।  

RELATED ARTICLES

Most Popular