Homeএখন খবরআজকের রাশিফল।। ১৩ই নভেম্বর

আজকের রাশিফল।। ১৩ই নভেম্বর

আজকের দিনে কী কী হতে চলেছে আপনার সাথে! জেনে নিন আজকের রাশিফল একনজরে

নিউজ ডেস্ক: আজ ১৩ নভেম্বর ২০২০, শুক্রবার। বাংলা ২৭ শে কার্ত্তিক, ১৪২৭। চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের জন্য কী কী ইঙ্গিত লুকিয়ে আছে!

মেষ : নিজের প্রয়োজন থাকলেও আর্থিক ব্যাপারে অন্যের ওপর নির্ভর করবেন না। এ ক্ষেত্রে ধৈর্য করুন এবং গুরুজনদের মতামতকে প্রাধান্য দিন। পরিকল্পনার বাইরে নতুন কোনও কাজে হাত না দেওয়াই আজ উত্তম হবে।

বৃষ : পুরোনো কোন পারিবারিক সমস্যার সমাধানে বয়স্ক কোন আত্মীয় উদ্যোগ নিতে পারেন। বোঝাপড়া মূলক মনোভাব বজায় রাখলে পরিবার ও কর্মক্ষেত্রে সকল কাজে অগ্রগতি হতে পারে। প্রিয়জনকে আজ যতটা পারুন সময় দিন।

মিথুন : আজ ব্যবসায় অগ্রগতি হতে পারে। অফিসে কোন কাজ সম্পাদনে বিশ্বস্ত অধীনস্থদের সঙ্গে আলোচনা করতে হতে পারে। আজ বিতর্কে না জড়িতে ঠাণ্ডা মাথায় পরিস্থিতি বিবেচনা করে পদক্ষেপ নিন। নাহলে ভেস্তে যেতে পারে সব কাজ।

কর্কট : সৃজনশীল কাজে আরও বেশি মনোযোগ দিন। এ দিনটি আপনার কাছে স্মরণীয় হয়ে থাকতে পারে। কাছাকাছি কোথাও সবাইকে নিয়ে বেরিয়ে আসতে পারেন। দূরের যাত্রায় আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকা ভালো।

সিংহ : অংশীদারি ব্যবসায় সঙ্গীদের সম্পর্কে সচেতন থাকুন। নতুন কোন পরিকল্পনা বাস্তবায়নে তাদের সঙ্গে আর্থিক লেনদেন করার আগে যাচাই করে নেবেন অবশ্যই। সাংস্কৃতিক ও বিনোদনমূলক কাজে মানসিক শান্তি পাবেন। পরিবারের সাথে ভালো সময় কাটবে।

কন্যা : কারও কথায় নির্ভর করে লেনদেন না করাই ভালো। ব্যবসায়ীদের নতুন কোন কাজে হাত দেওয়ার আগে যাচাই করে নিতে হবে। প্রিয়জনের কল্যাণে আগের নেওয়া পরিকল্পনা বাস্তবায়নে দ্বিধা করবেন না। সঙ্গীর সাথে ভালো সময় কাটানোর সুযোগ আসবে আজ।

তুলা : আজ অলসতা করে কোন কাজ ফেলে রাখবেন না। ব্যবসায়ীদের জন্য নতুন কোন সুযোগ আসতে পারে। ব্যাংক ঋণপ্রাপ্তির জন্য আজ গুরুত্বসহকারে উদ্যোগ নিন। যাত্রা শুভ।

বৃশ্চিক : সৃজনশীল কাজে মনোনিবেশ আপনাকে অনেকটাই চিন্তা মুক্ত রাখবে। পারিবারিক ব্যাপারে যে কোন ধরনের অবহেলা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে।

ধনু : দিনের শুরু থেকেই আজ ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করুন। কাউকে আজ নতুন করে কোন ধরনের প্রতিশ্রুতি দেওয়া একদম ঠিক হবে না। রাজনৈতিক কাজে অধঃস্তনদের কাজে লাগাতে পারবেন।

মকর : প্রিয়জনের সঙ্গে আলোচনা করলে দিনটি সফলতার মধ্য দিয়ে কাটাতে পারেন। কর্মস্থলে বসের দৃষ্টি আকর্ষণ নতুন দায়িত্বলাভের ইঙ্গিত দিচ্ছে। আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন, এমন কোন খবর পেতে পারেন।

কুম্ভ : পারিবারিক কাজে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা। কেনাকাটার ব্যাপারে সংযত মনোভাব বজায় রাখার চেষ্টা করুন। কর্মস্থলে নতুন দায়িত্ব লাভের সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সঙ্গে গোপন বিষয় নিয়ে আলোচনা এড়িয়ে চলুন।

মীন : জটিল কাজ সম্পাদনে প্রভাবশালীদের মতামত গুরুত্বসহকারে বিবেচনা করুন। কারও কথায় কান দেবেন না। সামাজিক ও রাজনৈতিক ব্যাপারে নিজের বিবেচনাকেই বাস্তবায়নের উদ্যোগ নিন। পরিবারের সাথে ভালো সময় কাটাতে পারেন।

RELATED ARTICLES

Most Popular