Homeএখন খবরনাম না করেই তুই তোকারি কল্যাণের! শুভেন্দুর বাড়িতে পিকে, সিঙ্গুরের পোষ্টারে শুভেন্দুর...

নাম না করেই তুই তোকারি কল্যাণের! শুভেন্দুর বাড়িতে পিকে, সিঙ্গুরের পোষ্টারে শুভেন্দুর জয়গান

নিজস্ব প্রতিবেদন: ধৈর্য্য হারিয়ে নজির বিহীন ভাবে শুভেন্দু অধিকারীকে তুই তোকারি করলেন তৃনমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় । যদিও তিনি কারও নাম ধরেননি কিন্তু যে বক্তব্য তিনি রেখেছেন তাতে স্পষ্ট হয়ে গেছে তাঁর নিশানায় রাজ্য মন্ত্রিসভার সদস্য শুভেন্দু অধিকারীই।বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তাঁর কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন ,’মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে পুরসভার কাছে আলু বিক্রি করতিস।’ এটা সবারই জানা যে গত কয়েক দশক ধরেই অধিকারী পরিবারের কব্জায় রয়েছে কাঁথি পুরসভা। শিশির অধিকারী থেকে শুরু করে শুভেন্দু, দিব্যেন্দু, নব্যেন্দু সবাই-ই  কাঁথি পুরসভার সদস্য হয়েছেন এবং চেয়ারম্যান হয়েছেন।

কল্যাণ যখন বলেন বলেন,”মমতা বন্দ্যোপাধ্যায় নামে গাছের তলায় বড় হয়েছিস। ৪টে মন্ত্রিত্ব পেয়েছিস, ৪ খানা চেয়ারে আছিস। কত পেট্রোল পাম্প করেছিস! মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে মিউনিসিপ্যালিটিতে আলু বিক্রি করতিস রে, আলু বিক্রি করতিস।” তখন বুঝতে অসুবিধা হয়না ওই চার মন্ত্রক বলতে পরিবহন,পরিবেশ, সেচ এবং জলসম্পদ উন্নয়ন বোঝানো হয়েছে যা শুভেন্দু ছিলেন অথবা আছেন।

গত কয়েকদিন ধরেই শুভেন্দু আক্রমন করে আসছিলেন কল্যাণ। বৃহস্পতিবার সেই মাত্রা ছড়িয়ে পৌঁছেছে তুই তোকারির কদর্যতায়। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ বলেছেন ,”হিসাবটা আমরা বুঝে নেব। চলে যা বিজেপিতে। কোনও অসুবিধা নেই। যাবি কংগ্রেসে, চলে যা। তাতেও কোনও অসুবিধা নেই। সিপিএমে যাবি, চলে যা। তাতেও কোনও অসুবিধা নেই। দাদার অনুগামী হলে দাদার সঙ্গে চলে যা। তৃণমূল কংগ্রেস করে বেইমানি করলে বাড়ি ঢুকতে দেব না।”

এদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন শুভেন্দু অধিকারীকে এই নজিরবিহীন আক্রমন করেছেন তখন কাঁথির অধিকারী পরিবারের শান্তিকুঞ্জ নামাঙ্কিত বাড়িতে হাজির হয়েছেন খোদ প্রশান্ত কুমার। জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের টিমের কয়েকজ সদস্যকে নিয়ে শুভেন্দুর সাথে দেখা করার জন্য গিয়েছিলেন পিকে। যদিও শুভেন্দু আজ সকালেই নিজস্ব কর্মসূচিতে ঘাটাল চলে গিয়েছেন হুগলির পাণ্ডুয়তে। ফলে পিকের দেখা পাননি তাঁর। পরিবর্তে কথা বলে আসেন সাংসদ শিশির অধিকারীর সঙ্গে।

অন্যদিকে শুভেন্দু যখন হুগলিতে তখন সেই জেলারই সিঙ্গুরের অপূর্বনগরে ছেয়ে গেছে শুভেন্দুর বন্দনা করে পোষ্টার। সেই পোষ্টারে তৃণমূলের নাম গন্ধ নেই। এমনিতেই সিঙ্গুরে দুই তৃণমূল বিধায়ক বেচারাম মান্না বনাম রবীন্দ্রনাথ ভট্টাচার্য বিরোধ তুঙ্গে উঠেছে। তৃণমূলের বিরুদ্ধেও অসন্তোষ প্রকট হয়ে উঠেছে। তারই মধ্যে শুভেন্দুর সমর্থনে এই পোষ্টার নতুন জল্পনার জন্ম দিল।

RELATED ARTICLES

Most Popular