ওয়েব ডেস্ক : আপাতত আগের তুলনায় স্থিতিশীল বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, একদিন অন্তর অন্তর নিয়মিত সৌমিত্র চট্টোপাধ্যায়ের ডায়ালিসিস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, একই সাথে অভিনেতার ট্রাকিওস্টমির প্রস্তুতিও চলছে। যেহেতু সৌমিত্রবাবুর কিডনি সমস্যা রয়েছে, সে কারণেই চিকিৎসকদের তরফে নির্দিষ্ট সময় অন্তর নিয়মিত ডায়ালিসিসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসাথে বৃহস্পতিবার প্রবাদপ্রতিম অভিনেতার ট্রাকিওস্টমি করার চেষ্টা করবেন চিকিৎসকেরা।
এদিকে এবিষয়ে হাসপাতাল সূত্রে খবর, এই মূহুর্তে অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে যেহেতু কিডনির সমস্যা রয়েছে সেদিকেই নজর দিচ্ছে চিকিৎসকরা। বিশেষজ্ঞ চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, সৌমিত্রবাবুর শরীর স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে এখনও ৩ থেকে ৪ সপ্তাহ সময় লাগবে। কারণ, অভিনেতার শরীরের বেশিরভাগ নেফ্রোটক্সিক উপাদান কিডনি থেকে বের করে নেওয়া গিয়েছে। তবে এখনো পর্যন্ত তার রক্তের নানা বিষয় এবং প্লেটলেট নিয়ে বেশ খানিকটা চিন্তায় রয়েছেন চিকিৎসকরা। রাজ্যের তরফে অভিনেতার চিকিৎসার জন্য যে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন তাদের মতে, অভিনেতার প্লাজমাফেরেসিস করা উচিত। ফলে এখন সেই বিষয়েই চিন্তাভাবনা করা হচ্ছে।
তবে এরমধ্যেই বৃহস্পতিবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের ট্রাকিওস্টমি করার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসক দল। সে অনুযায়ী একাধিক পরীক্ষার পর বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যে ট্রাকিওস্টমি করা হবে। চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের নতুন করে কোনও অবনতি হয়নি। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।