Homeএখন খবরস্টেশনগুলিতে ভিড় নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নবান্ন-র, মঙ্গলবার বিডিও ও ওসিদের সঙ্গে বৈঠক...

স্টেশনগুলিতে ভিড় নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নবান্ন-র, মঙ্গলবার বিডিও ও ওসিদের সঙ্গে বৈঠক ডিএম – এসপিদের

ওয়েব ডেস্ক : করোনা সংক্রমণের জেরে দীর্ঘ ৭ মাস বন্ধ থাকার পর অবশেষে সাধারণ যাত্রীদের জন্য বুধবার থেকেই চালু হচ্ছে লোকাল ট্রেন। তবে করোনা পরিস্থিতির মধ্যে কিভাবে স্টেশনগুলিতে ভিড় নিয়ন্ত্রণ করা হবে তা নিয়ে ইতিমধ্যেই চিন্তিত রাজ্য সরকার। ফলে এই বিষয়ে আলোচনার জন্য সোমবার নবান্নে ১০ জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করা হয়। দীর্ঘক্ষণ আলোচনার পর শেষমেশ এদিনের বৈঠকে লোকাল ট্রেন চালানোর ক্ষেত্রে রাজ্য পুলিশের ভূমিকা স্থির হয়। পাশাপাশি এদিনের বৈঠকে রাজ্য সরকারের তরফে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সেই সিদ্ধান্তগুলি কিভাবে কার্যকর করা যায় অথবা আদেও কার্যকর করা সম্ভব কিনা তা নিয়ে মঙ্গলবারই রাজ্যের প্রতিটি জেলার বিডিও ও ওসিদের সঙ্গে বৈঠকে বসবেন ডিএম – এসপি-রা।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, বুধবার থেকে রাজ্যের প্রত্যেকটি প্ল্যাটফর্মের প্রবেশপথে যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ করবে রাজ্য পুলিশ। পাশাপাশি প্রতিটি স্টেশনের ঢোকার মুখে মোতায়েন করা হবে ৪ – ৫ জন সিভিল ডিফেন্সের ভলান্টিয়ার। সিভিল ডিফেন্সের ভলান্টিয়াররাই স্টেশনে প্রবেশের আগে যাত্রীদের থার্মাল গান গিয়ে পরীক্ষা করবেন। স্টেশনে ঢোকার আর বেরোনোর পথ সম্পূর্ণ আলাদা করতে হবে।

শুধু তাই নয়, একইসাথে সকল যাত্রীকে বাধ্যতামূলকভাবে করোনাবিধি মানতে হবে। মাস্ক ছাড়া কাউকে প্ল্যাটফর্মের ভিতরে কোনোভাবেই প্রবেশ করতে দেওয়া হবে না। প্রত্যেকটি প্ল্যাটফর্মে দুরত্ব মেপে দাগ কাটা থাকবে। সেটি দাগ অনুযায়ী ৬ ফুট দুরত্ব বজায় রেখে প্রবেশের পর সোশ্যাল ডিসট্যান্সিং মেনে চলতে হবে। পাশাপাশি করোনা সম্পর্কত যাবতীয় সতর্কতা মানতে হবে। তবে শুধুমাত্র প্ল্যাটফর্ম নয়, এছাড়াও প্ল্যাটফর্মের বাইরের ভিড় নিয়ন্ত্রণের জন্যও মোতায়েন থাকবেন রাজ্য পুলিশের প্রচুর কর্মী ও আধিকারিক।পাশাপাশি যাত্রীদের করোনা বিধি মেনে চলার জন্য প্লার্টফর্মে লাউড স্পিকারে যাত্রীদের সতর্ক করতে মেনে প্রচার চালাবে পুলিশ।

RELATED ARTICLES

Most Popular