Homeএখন খবরধনতেরাসের আগে শনিবার সস্তায় সোনা, রুপোর দামেও ভারি পতন

ধনতেরাসের আগে শনিবার সস্তায় সোনা, রুপোর দামেও ভারি পতন

ওয়েব ডেস্ক : চলতি মাসের প্রথমদিন থেকেই সোনার দাম বেশ খানিকটা নিম্নমুখী। তার মধ্যে এই মূহুর্তে আমেরিকায় নির্বাচনে ট্রাম্প- বাইডেনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জেরে শনিবার বেশ খানিকটা নিম্নমুখী হয়েছে সোনার দর। শনিবারও কলকাতার বাজারে নিম্নমুখী ছিল সোনার দাম। শনিবার কলকাতায় ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৫০৮১০ টাকা।

শুক্রবারের পর শনিবারও বেশ খানিকটা নিম্নমুখী সোনার দর। শনিবার কলকাতায় ২২ ক্যারেটে ১ গ্রাম সোনার দাম ৫০৮১ টাকা, ৮ গ্রাম সোনার দাম ৪০৬৪৮ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৫০৮১০ টাকা, ১০০ গ্রাম সোনার দাম ৫০৮১০০ টাকা। তবে শুধুমাত্র ২২ ক্যারেট নয়, একই সাথে এদিন ২৪ ক্যারেট সোনার দামেও বেশ খানিকটা নিম্নমুখী হয়েছে। বুধবার কলকাতায় ২৪ ক্যারেটে ১ গ্রাম সোনার দাম ৫১৮১ টাকা, ৮ গ্রাম সোনার দাম ৪১৪৪৮ টাকা, ১০ গ্রাম সোনার দাম ৫১৮১০ টাকা, ১০০ গ্রাম সোনার দাম ৫১৮১০০ টাকা।

সোনার পাশাপাশি বুধবার কলকাতায় রুপোর দামও বেশ খানিকটা কমেছে। বুধবার কলকাতায় ১ গ্রাম রুপোর দাম ৬৫.৪০ টাকা, ৮ গ্রাম রুপোর দাম ৫২৩.২০ টাকা, ১০ গ্রাম রুপোর দাম ৬৫৪ টাকা, ১০০ গ্রাম রুপোর দাম ৬৫৪০ টাকা, ১ কেজি রুপোর দাম ৬৫৪০০ টাকা। তবে শুধুমাত্র কলকাতা নয়, কলকাতার পাশাপাশি এদিন একাধিক রাজ্যে সোনা এবং রুপোর দামের উত্থান-পতন হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই বিভিন্ন শহরে এর দামের তারতম্য আলাদা রকম দেখা যায়।

RELATED ARTICLES

Most Popular