Homeএখন খবরসময়সূচি চূড়ান্ত করল রেল! মেদিনীপুর-খড়গপুর-হাওড়া লোকাল পাঁশকুড়া-মেছেদা-হলদিয়া-দিঘা হয়ে আমতা, দেখে নিন টাইম...

সময়সূচি চূড়ান্ত করল রেল! মেদিনীপুর-খড়গপুর-হাওড়া লোকাল পাঁশকুড়া-মেছেদা-হলদিয়া-দিঘা হয়ে আমতা, দেখে নিন টাইম টেবিল

The Kharagpur Divison of South Eastern Railways finalized the schedule and sent it to Nabanna. Midnapore-Kharagpur-Howrah Local, Panskura-Mecheda-Haldia-Digha via Amta, see the proposed time table.

অভিনন্দন রানা: আগামী বুধবার (১১ই নভেম্বর) থেকেই রাজ্যে শহরতলির লোকাল ট্রেন পরিষেবা চালু হতে চলেছে। তারই পরিপ্রেক্ষিতে দক্ষিণপূর্ব রেলের খড়গপুর ডিভিশন চূড়ান্ত করেছে ট্রেন গুলির সময় সরনী। সেই সমস্ত তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে নবান্নে, রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব এইচ কে দ্বিবেদীকে। ওই চিঠিতে জানানো হয়েছে দক্ষিণ পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ অপারেশন ম্যানেজার প্রভাস দাশানা জানিয়েছেন, খড়গপুর ডিভিশনের আওতায় মোট ৮১ টি লোকাল ট্রেন চালানো হবে যা কিনা স্বাভাবিক পরিস্থিতিতে যে পরিমান ট্রেন চলত তার ৪২%। ওই চিঠিতে রেল আরও জানিয়েছে রেল প্রশাসন চেষ্টা করবে যতদূর সম্ভব সামাজিক দূরত্ব বজায় রেখেই এই পরিষেবা দিতে।

জানা গিয়েছে আপাততঃ মেদিনীপুর-হাওড়া, খড়গপুর-হাওড়া, পাঁশকুড়া-হাওড়া, মেছেদা-হাওড়া, আমতা-হাওড়া, হলদিয়া-হাওড়া এবং দিঘা-মেছেদা-সাঁতরাগাছি এই শাখায় লোকাল ট্রেন চলবে। এর মধ্যে সর্বোচ্চ পরিমান ট্রেন চলবে মেদিনীপুর-হাওড়া শাখায় যার সুফল অবশ্য খড়গপুর সহ এই শাখার সমস্ত যাত্রীরাই ভোগ করবেন। মেদিনীপুর হাওড়া ১৩ জোড়া, খড়গপুর হাওড়া ৫ জোড়া, পাঁশকুড়া হাওড়া ৮ জোড়া, আমতা হাওড়া ৪ জোড়া সহ মোট ৪০ জোড়া লোক্যাল ট্রেন আপাতত চালাবে দক্ষিণ পূর্ব রেল। তবে নন সাবার্বান অর্থাৎ, খড়গপুর টাটা, ভদ্রক, এবং আদ্রা সেকশনে লোক্যাল ট্রেন চালানো নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। জানা গেছে নবান্নের সিলমোহর পাওয়ার পরই আগামী রবিবার সময়সূচির বিজ্ঞাপন প্রকাশ করবে রেল।

রেল সূত্রে জানা গেছে যাত্রী সংখ্যা যেমন যেমন বাড়বে তেমনই বাড়ানো হবে ট্রেনের সংখ্যা এবং প্রতিবারই তা নবান্নকে জানিয়ে দেওয়া হবে। আপাততঃ সকাল ও সন্ধ্যায় অর্থাৎ অফিস টাইমেই বেশিরভাগ ট্রেন চালানো হবে। আর রাজ্যের প্রস্তাব মত প্রতিটি ট্রেনই সমস্ত স্টপেজে যাতে দাঁড়ায় সেই ভাবনাই রয়েছে।
time table
Midnapur-Howrah – সকাল 4:05, 5:42, 6:10, 6:35, 7:45, 11:00, 11:43, বেলা 1:00, 2:25, 3:30, বিকেল 5:55, 7:15
Howrah-Midnapur – সকাল 2:40, 4:25, 6:30, 8:00, 8:48, 9:40, 10:25 দুপুর 1:30 বিকেল 4:00, 5:20, 6:35, 7:38, 8:15              Kharagpur-Howrah– সকাল 3:00, 3:50, 5:25, 7:40, দুপুর 2:15
Howrah- Kharagpur – সকাল 3:25, 7:15, বিকেল 4:30, 8:48

Panskura-Howrah হাওড়া- সকাল 3:05, 4:32, 6:25, 8:50, 11:32, দুপুর 2:02, বিকেল 4:40, 8:18
Howrah-Panskura– সকাল 6:43, 9:05, 10:12, 11:15, বেলা 2:40, বিকেল 3:45, 5:35, 7:05 Mecheda-Howrah হাওড়া- সকাল 4:20, 6:15, বেলা 1:25                                                Howrah- Mecheda– বিকেল 5:50, 6:55

Amta- Howrah – সকাল 7:00, 8:05, বিকেল 5:20, 6:45
Howrah-Amta– সকাল 6:05, 8:40, বিকেল 4:40, 7:15                                                  Haldia-Howrah – সকাল 6:05, বিকেল 5:15
Howrah-Haldia- সকাল 6:15, সন্ধ্যা 6:00 Digha- Panskura-Santragachi– 5:45
Santragachi – Panskura-Digha– 6:15 এছাড়াও Digha-Mecheda (সকাল 11:15) ও Mecheda-Santragachi (বেলা 2:12) ট্রেন দুটি চলবে।

RELATED ARTICLES

Most Popular