Homeএখন খবররাস্তায় ফেলে রাখা ধান আর গার্ডরেল দেখে গতি কমাতেই কেশিয়াড়িতে বাইক...

রাস্তায় ফেলে রাখা ধান আর গার্ডরেল দেখে গতি কমাতেই কেশিয়াড়িতে বাইক চালককে পিষে দিল লরি

নিজস্ব সংবাদদাতা: রাজ্য সড়কের ওপর যত্রতত্র ফেলে রাখা ধান , খড় আর অপরিকল্পিত ভাবে ট্রাফিক পুলিশের গার্ডরেল,  তাই দেখে বাইকের গতি কমাতেই পেছন থেকে ধাক্কা মেরে বাইক চালককে পিষে দিয়ে চলে গেল লরি। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি-বেলদা রাজ্যসড়কের ওপর ঘটে যাওয়া দুর্ঘটনার জেরে পথ অবরোধে বেঘোরে প্রান হারাতে হল এক বাইক আরোহীকে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘটনাটি ঘটেছে কেশিয়াড়ি বাজার থেকে ২কিলোমিটার দুরে জামবনীতে। পুলিশ জানিয়েছে  রাজ্যসড়কের ওপর উঠে আসা স্থানীয় একটি গ্রাম্য রাস্তা রয়েছে। সেই কারনে যান বাহনের গতি নিয়ন্ত্রনে রাখার জন্য রাস্তার ওপর  গার্ডরেল রাখা হয়েছে। কিন্তু ওই খানে স্থানীয় অধিবাসীরা সড়কের ওপরেই সদ্য জমি থেকে কাটা ধান ঝাড়াই মাড়াই করে ফেলে রাখছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ফলে রাস্তার পরিসর কমে গেছে। যে যার সুবিধামত গার্ডরেলকে নিজের মত রাস্তার ওপর রেখে দেয়। আর সে কারনেই ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ কেশিয়াড়ি বাজারে মুরগী বিক্রি করে নারায়নগড় থানার বাঘরুই গ্রামে ফিরছিলেন ৫৫বছরের কিসমৎ খান। রাজ্য সড়কে ওপর আড়াআড়ি ভাবে রাখা ছিল গার্ড রেল ফলে বাইকের গতি কমাতে বাধ্য হন কিসমৎ আর তখনই পেছনে থাকা দুরন্ত গতির একটি সিমেন্ট বোঝাই লরি প্রথমে ধাক্কা মারে তাঁকে। সে পড়ে গেলে তাঁকে পিষে দিয়ে চলে যায় লরিটি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয় জনতার আভিযোগ, একে গার্ডরেল গুলি অপরিকল্পিত ভাবে রাখা হয়। তারপর সেগুলো নিয়ম মাফিক রঙ করা না থাকায় দুর থেকে বোঝাই যায়না। সম্ভবত সেই কারনেই এই দুর্ঘটনা। জনতার আরও আভিযোগ রাস্তার এই অংশে সিভিক পুলিশ থাকা উচিৎ। যদিও পুলিশের বক্তব্য মানু্ষের অপরিণামদর্শীতাই এই দুর্ঘটনার কারন । ধান কাটার মরসুম এলেই গোটা রাস্তা জুড়েই যেখানে সেখানে ধান ও খড় রাখার কারনেই গুরুত্বপুর্ন এই সড়কে দুর্ঘটনার প্রবনতা বাড়ছে। বারংবার বারণ করা স্বত্তেও কথা শুনছে না মানুষ । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি বেলদা পুলিশের সহায়তায় লরিটি বাজেয়াপ্ত করেছে কেশিয়াড়ি পুলিশ যদিও লরির চালক পলাতক। 

RELATED ARTICLES

Most Popular