গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমান, ২৫ ডিসেম্বর– চুপি পাখিরালয় দেখতে পর্যটকরা এখন পূর্ব বর্ধমানের পুর্বস্থলীতে ভিড় জমান। হাজার হাজার পর্যটকদের দেখা মিললো বুধবার বড় দিনে। পরিযায়ী পাখি দেখা, অক্ষয় কুমার দত্তের পূর্বস্থলীর একটু ছোঁওয়া পেতেই পর্যটকদের এই আগমন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পূর্বস্থলীর ছাড়ি গঙ্গায় অসংখ্য পরিযায়ী পাখি শীতের মরশুমে আসতে শুরু করে । চুপি চরকে ঘিরেই সরকার গড়ে তোলে পাখিরালয় । পাখি দেখার জন্য গড়ে তোলা হয় ওয়াচ টাওয়ার, কটেজ, রাত্রিবাসের জন্য গেস্ট হাউস । সেই থেকেই পর্যটকদের আনাগোনা শুরু হয় । পরবর্তীতে এই চুপি পাখিরালয় সংস্কারের কারনে আরো পর্যটক বৃদ্ধি পেয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পাখিরালয় দেখার জন্য স্বল্প মূল্য নৌকা ভাড়া পাওয়া যায় । এটাই সব থেকে পর্যটকদের কাছে মূল আকর্ষণ । কারন শীতের মরশুমে আগত দেশবিদেশের কাছ থেকে পাখি দেখা যায় খুব সহজেই। তাছাড়া অতি মনোরম পরিবেশে পিকনিক করার আকর্ষণ কম নয় । আছে গার্ডেন, আছে শিশুদের খেলার নানা উপকরণ । তাই চুপি পাখিরালয় দেখতে পর্যটকদের ভিড় দিনের পর দিন বাড়ছে ।