নিজস্ব সংবাদদাতা: তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে এন আর সি এবং সিএএ বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে আর তারই অঙ্গ হিসাবে শনিবার সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বিভিন্ন স্থানে অবস্থান বিক্ষোভ হল তৃনমূল কংগ্রেস।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শনিবার সকাল ১০ টা নাগাদ গোপীবল্লভপুর বাজারের হাতি বাড়ি মোড়ে এই অবস্থান কর্মসূচিতে অংশ নেন নয়াগ্ৰাম বিধানসভার বিধায়ক দুলাল মূর্মূ, ঝাড়গ্রাম জেলা পরিষদের সদস্য উজ্জ্বল দত্ত, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি সত্যরঞ্জন বারিক, অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি লোকেশ কর সহ নয়াগ্ৰাম,গোপীবল্লভপুর ১ এবং ২ নম্বর ব্লকের তৃণমূলের প্রথম সারির নেতারা এবং হাজার দুয়েক কর্মী সমর্থক।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অবস্থান এর মাঝে জাতপাত ভেদাভেদ এর বিরুদ্ধে গান পরিবেশন করেন ঝুমুর শিল্পী অমুল্য মাহাত। বিধায়ক দুলাল মুর্মু বলেন- কেন্দ্রের নাগরিকত্ব হরণকারী এন আর সি আইনের বিরুদ্ধে সর্বত্র তৃণমূল দলের গনতান্ত্রিক আন্দোলন চলছে। পরবর্তী কালে দিদির নির্দেশে এন আর সি এবং সি এ এ আইনের বিরুদ্ধে তৃণমূলের আন্দোলন চলবে।
এদিনই পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যেকটি ব্লকেই অনুষ্ঠিত হয়েছে অবস্থান-বিক্ষোভের পাশাপশি মহা মিছিল, বিল কোনভাবেই এরাজ্যে মানা হবে না তা পরিষ্কার করে দিলো তৃণমূল। শনিবার নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বেলদার গান্ধী মূর্তির
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পাদদেশে উক্ত কর্মসূচির অংশ হিসাবে একটি ধর্না মঞ্চ করে অবস্থান বিক্ষোভের কর্মসূচি গ্রহণ করা হয় ।এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, ব্লক সভাপতি মিহির চন্দ ,জেলা নেতা সূর্যকান্ত অট্ট ,ছাত্রনেতা মনোজ দেব সহ অন্যান্যরা ।
কেশিয়াড়িতে এদিন এন আর সি বিরোধী সভার পাশাপশি দলের নতুন ব্লক সভাপতি অশোক রাউৎকে বরন করে নেওয়া হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সভাপতি কে বিভিন্ন গ্রামপঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ ও ব্লক ও অঞ্চল সভাপতিরা পুষ্পস্তবক দিয়ে সম্মানিত ও সমর্থন জানালেন।
কয়েক হাজার তৃনমূল সমথক আজ উপস্থিত হন কেশিয়াড়ীর বাসস্ট্যান্ডে। এদিন ধর্না অবস্থান সমাবেশ পরিচালনা করেন বিধায়ক পরেশ মুর্মু।