Homeএখন খবরবর্ধমানে জমজমাট পৌর উৎসব,

বর্ধমানে জমজমাট পৌর উৎসব,

গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমান,২৮ ডিসেম্বর ঃ বর্ধমান পৌরসভার উদ্যোগে  শুরু হয়েছে বর্ধমান
পৌর উৎসব।বর্ধমান শাঁখারীপুকুর হাউসিং মেলার মাঠে গত ২১ ডিসেম্বর এই উৎসবের উদ্বোধন করেন চিত্রাভিনেতা সৌমিত্র চট্রোপাধ্যায়।এই উৎসব  চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই পৌর উৎসব বর্ধমানের একটি অন্যতম বড় উৎসব। এই মেলায় রয়েছে বিভিন্ন রকমের স্টল ও খাবারের দোকান।বর্ধমানের স্থানীয় জিনিসের বহু দোকান রয়েছে এই মেলায়। মেলায় নানা স্টল বা দোকানের মধ্যে আছে খাবারের স্টল, হস্তশিল্প স্টল, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের তৈরি করা জিনসপত্রের স্টল। পৌর উৎসব কমিটির উদ্যোগে সাধারণ মানুষদের জন্য হেলথ চেকআপের ব্যবস্থা রয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পৌর উৎসব কমিটির  ব্যতিক্রমী উদ্যোগ মাতৃদুগ্ধ প্রদান কেন্দ্র।মেলায় আগত মায়েরা সন্তানকে দুধপান করতে পারেন এই কেন্দ্রে।এইবার পৌর উৎসবের থিম করা হয়েছে আবর্জনা স্বর্ণকরা। পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হচ্ছে মেলায়। মেলায় প্লাস্টিক ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বর্ধমান শহরের মানুষেরা বর্ধমান উৎসব ময়দানে মেলা দেখতে আসেন। মানুষের ভিড়ে জমজমাট থাকে এই মেলা। মেলার মধ্যে যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য যথেষ্ট সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বর্ধমান থানার পুলিশের পক্ষ থেকে। রয়েছে পুলিশ ক্যাম্প। এই মেলায় প্রতিদিন বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular