জীতেন দোলই : মদ, গাঁজা ইত্যাদি মাদক দ্রব্যের বাড়বাড়ন্ত, নানা প্রকার দুষ্কর্ম এমন কি বারংবার গনধর্ষনের ঘটনা ঘটেই চলেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা এলাকায়। বহু ক্ষেত্রেই পুলিশের উদাসীনতাই এই সব দুষ্কর্ম বেড়ে উঠতে সাহায্য করছে এমনই আভিযোগে মঙ্গলবার ক্ষোভে ফেটে পড়ল ডেবরার নাগরিক সমাজ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মঙ্গলবার ডেবরা নাগরিক বৃন্দের তরফে মঙ্গলবার বালিচক রেলস্টেশন থেকে কয়েকশ মানুষ একটি ধিক্কার মিছিল সংগঠিত করে পৌঁছায় ডেবরা থানায়। ডেবরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক আশিস জৈনকে দেওয়া এক ডেপুটেশনে প্রতিবাদীরা জানিয়েছেন, অতি দ্রুত যদি দোষীদের কঠোর শাস্তি না দেওয়া হয় তাহলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করবেন সমগ্র ডেবরাবাসীকে একত্রিত করে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখ্য গত রবিবার প্রকাশ্য দিবালোকে এক একাদশ শ্রেণির ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে দুষ্কৃতীরা জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে । ডেবরা থানার কালুয়া গ্রামের রাস্তার ধারে পুকুর পাড়ের এই ঘটনা নতুন নয়। কয়েক মাস আগেই ঠিক এই ভাবেই গন ধর্ষিতা হয়েছিল আরেক কিশোরীও। ডেবরায় এমন ঘটনা বারবার ঘটছে অথচ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে না এমনটাই আভিযোগ করেন আন্দোলনকারীরা । ফলে দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়েই চলেছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ডেপুটেশনে নেতৃত্বে থাকা এলাকার বিশিষ্ট শিক্ষক কিংকর অধিকারী বলেন, ” আমরা দাবি করছি কেবল গ্রেপ্তার নয়, অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দিতে হবে এবং মদ ও মাদক জাতীয় দ্রব্য নিষিদ্ধ করতে হবে। বিভিন্ন জায়গায় মদের ঠেক ধ্বংস করতে হবে। নির্জন এলাকাসহ সর্বত্র পুলিশ টহলের ব্যবস্থা করতে হবে এবং অন্ধকার রাস্তাগুলোতে রাতে আলোর ব্যবস্থা করতে হবে।”
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শ্রী অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন ডেবরা সারস্বত বিদ্যামন্দিরের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষচন্দ্র মাইতি, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত লেখিকা রিনা সামন্ত সহ ভিন্ন বিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক, শিক্ষিকা বিভিন্ন পেশার মানুষজন, এলাকার ব্যবসায়ী, সাধারণ মানুষ, ছাত্র-ছাত্রী সহ সর্বস্তরের মানুষ।
ডেবরার পুলিশ আধিকারিক আশিস জৈন আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেছেন যে, ঘটনার পুনরাবৃত্তি রোখার জন্য পুলিশ সচেষ্ট থাকবে।