নিজস্ব সংবাদদাতা: নতুন বছর শুরুর আগেই টুপ করে ঝরে গেল আরও একটি প্রান। ঝরে গেল সেই খেলার মাঠেই যেখানে একটু আগেও জি জান লড়িয়ে নাস্তানাবুদ করে তুলেছিল প্রতিপক্ষ দলকে। মঙ্গলবার বর্ষ শেষের দুপুর বেলায় হলদিয়ার ডিঘাসিপুরে এমনই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে ম্লান হয়ে গেল বর্ষ বরনের আনন্দ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ জানিয়েছে মৃত ওই ১৭বছরের কিশোরের নাম সৈয়দ সাহরী আলম। বাড়ি হলদিয়া পুর সভার ১৭ নম্বর ওয়ার্ড যা ভবানীপুর থানা এলাকার মধ্যে পড়ে। পাশেই ডিঘাসিপুরের মাঠে বর্ষবরন উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার। যার অন্যতম অংশ ছিল ১৬টি দলের মধ্যে ফুট টেনিস প্রতিযোগিতা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আয়োজকরা জানিয়েছেন, বেলা ১১টা নাগাদ খেলতে খেলতে হঠাৎই অসুস্থ বোধ করে মাঠের বাইরে এসে বসে। কয়েক মিনিটের মধ্যেই কিছু বুঝে ওঠার আগেই মাঠের পাশেই লুটিয়ে পড়ে সে। চোখে মুখে জল দিয়ে কোনও কাজ না হওয়ায় তখুনি
আলমকে নিয়ে যাওয়া হয় হলদিয়া মহকুমা হাসপাতালে। তারপর তাকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘটনার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন আলমের বাবা মা প্রতিবেশিরা। খবর পেয়েই এলাকায় ছুটে যান স্থানীয় পৌর প্রতিনিধি আজগর আলি। এলাকায় দারুন মিশুকে ও ভাল খেলোয়াড় হিসাবে পরিচিত আলমের মৃত্যুর খবর পাওয়া মাত্রই বন্ধ করে দেওয়া হয় বর্ষবরণ অনুষ্ঠান।