Homeএখন খবরগড়বেতায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হস্তিশাবকের, হাতির হামলায় মৃত চাষি

গড়বেতায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হস্তিশাবকের, হাতির হামলায় মৃত চাষি

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার রাতে ট্রেন লাইন পেরুতে গিয়ে মাল গাড়ির ধাক্কায় নিহত হল একটি হস্তি শাবক। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার কুড়চিবনী রেল ক্রসিং এর সামনে। গেট কিপার স্নেহাশিস হালদার জানিয়েছেন যে এদিন প্রায় ৮.৩৫ নাগাদ চন্দ্রকোনা রোডের দিক থেকে একটি মাল গাড়ি গড়বেতার দিকে যাচ্ছিল। সেই সময় ৩০- ৪০ টি হাতির একটি পাল লাইন পেরাচ্ছিল।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
লাইন পেরানোর সময় মাল গাড়ি টি চলে আসলে একটি হস্তি শাবিক ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হয়৷ পরে রাতেই মৃত্যু হয় হাতিটির। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান বন দফতরের ও রেল দপ্তরের আধিকারিকরা। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে এদিন হাতি ড্রাইভ করা হচ্ছিল। সেই সময় রেল লাইন পেরতে গিয়ে এই দুর্ঘটনা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বনদপ্তর সূত্রে জানা গেছে ওই এলাকায় হাতির পালটি কয়েকদিন ধরেই ছিল। এলাকায় আলু এবং সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় মানু্ষের মধ্যে ক্ষোভ বাড়ছিল। মঙ্গলবার সকালেই মাঠে গিয়ে হাতির হামলায় গুরুতর আহত হন বোরোজাম গ্রামের বাসিন্দা
অজিত নায়েক। ঘন কুয়াশায় মাঠে হাতির উপস্থিতি বুঝতে পারেননি। একটি দাঁতাল শুঁড় দিয়ে তুলে তাঁকে ছুঁড়ে দেয়। গড়বেতা হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যায় মৃত্যু হয় তাঁর।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিন নিজের তিনবিঘা আলুর ক্ষেত থেকে আলু তুলতে গিয়ে এক কৃষক দেখতে পান সব আলু খেয়ে ফেলেছে হাতির পাল। একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে চড়া সুদে ৮০হাজার টাকা ঋন নিয়ে ছিলেন ওই কৃষক। মঙ্গলবারই লোকজন নিয়ে আলু তুলতে গিয়ে মাঠে গিয়ে ছিন্নভিন্ন ক্ষেত দেখে মাঠেই অজ্ঞান হয়ে পড়ে যান তিনি। তাঁকেও নিয়ে যাওয়া হয় গড়বেতা হাসপাতালে। সন্ধ্যায় সুস্থ হওয়ার পরে বাড়ি আনা হয় তাঁকে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গত কয়েকদিন ধরে হাতির পালের এই অত্যাচারে অতিষ্ট মানু্ষের ক্ষোভ সামাল দিতেই হাতির পালটিকে বাঁকুড়ার দিকে তাড়ানোর উদ্যোগ নেয় বনদপ্তর। মঙ্গলবার সন্ধ্যায় সেই হাতি তাড়ানোর কাজ শুরু হয়। সেই সময় ট্রেন লাইন পেরুতে গিয়ে মালগাড়ির ধাক্কা খায় হস্তি শাবকটি। প্রশ্ন উঠেছে হাতি তাড়ানোর সময় কেন রেলের সঙ্গে সমন্বয় করেনি বনদপ্তর। 

RELATED ARTICLES

Most Popular