Homeএখন খবরবাড়ছে কুয়াশার দাপট বাড়ছে, দুর্ঘটনার সতর্কবার্তা দেওয়ার পরেও দুর্ঘটনা

বাড়ছে কুয়াশার দাপট বাড়ছে, দুর্ঘটনার সতর্কবার্তা দেওয়ার পরেও দুর্ঘটনা

নিজস্ব সংবাদদাতা:  পশ্চিমি ঝঞ্ঝার জেরে রাজ্য জুড়ে শুরু হয়েছে মেঘ ও বৃষ্টির সম্ভাবনার  তার হাত ধরেই বুধবার মেঘ ঢুকেছে কলকাতার পরিষ্কার আকাশে। বৃহস্পতিবার বিক্ষিপ্ত হাল্কা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার ও শনিবার ঘন কুয়াশার সম্ভাবনা গোটা রাজ্যেই। এসব কথা জানার পরেই সড়কপথে দুর্ঘটনা এড়াতে সতর্ক বার্তা জারি করেছিল রাজ্য পরিবহন দপ্তর। সেই সতর্কবার্তার মধ্যেই একের পর এক দুর্ঘটনার খবর এসেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। বৃহস্পতিবার দুপুর অবধি রাজ্যে ৬জনের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এরমধ্যে পুর্ব মেদিনীপুরের তমলুকে চারজন ও দক্ষিন ২৪পরগনার দেবীপুরে ২জনের মৃত্যু হয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আবহাওয়া দপ্তর জানিয়েছে, একটি পশ্চিমি ঝঞ্ঝা কাশ্মীরে ঢুকেছে। এর প্রভাবে কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ডে টানা তুষারপাত চলছে। দু’টি ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান ও মধ্যপ্রদেশে। এদের প্রভাবে ঘেঁটে গিয়েছে উত্তুরে বাতাসের স্বাভাবিক প্রবাহ। উল্টে গাঙ্গেয় সমতলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। দুই বিপরীতধর্মী বাতাসের সংঘর্ষে বৃষ্টিপাত হচ্ছে উত্তর ভারতে। আজ, বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও। তবে শুক্রবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কুয়াশার জেরে সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা। বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দু’জনের। আহত আরও তিনজন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের দেবীপুরে।বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ ডায়মন্ড হারবার থেকে একটি অটো নুরপুরের দিকে যাচ্ছিল। অটোটিতে মোট পাঁচজন যাত্রী ছিলেন। দেবীপুর মোড়ের কাছে কলকাতার দিক থেকে গঙ্গাসাগরগামী পুণ্যার্থীদের একটি বাস অটোটিকে ধাক্কা মারে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘটনাস্থলেই মৃত্যু হয় অটোর যাত্রী মগরাহাটের বাসিন্দা দিলীপ গায়েন-সহ আরও একজনের। আহত হন অটোর বাকি তিন যাত্রী মৃন্ময়ী হালদার, মালবিকা হালদার ও সমীর নস্কর। স্থানীয় বাসিন্দা ও পুলিশ উদ্ধার তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ভর্তি করেছে।  হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।অন্যদিকে এদিনই মধ্যরাতে দিঘা যাওয়ার পথে খানাকুলের এক তৃণমূল নেতা সমেত চারজনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছে ২জন।

RELATED ARTICLES

Most Popular