বৃহস্পতিবার মেদিনীপুর মেডিক্যাল কলেজে অমিত |
নিজস্ব সংবাদদাতা: ৮জানুয়ারি বামেদের ডাকা বনধে অংশ নেওয়ায় এক শিক্ষকের বাড়ি থেকে পড়ুয়াকে টেনে হিঁচড়ে বের করে বেধড়ক মারধর করার আভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যা বেলায় খোদ মেদিনীপুর শহরের এই ঘটনা ঘটায় রীতিমত আতঙ্কে ওই পড়ুয়া এমনকি শিক্ষকও।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মেদিনীপুর কলেজের এসএফআই কর্মী প্রথম বর্ষের ছাত্র অমিত নন্দী বর্তমানে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি বলে জানা গিয়েছে। সংজ্ঞা হীন অবস্থায় উদ্ধার করে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় সতীর্থরা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আভিযোগ বৃহস্পতিবার সন্ধ্যা আটটার নাগাদ অমিত যখন মেদিনীপুর শহরে বার্জ টাউনে এক শিক্ষকের বাড়িতে টিউশন পড়ছিল তখন তিন তৃনমূল ছাত্রপরিষদ নেতার সাথে আরোও কিছু অপরিচিত যুবক হুড়মুড়িয়ে সেই ঘরে ঢুকে পড়ে সেই শিক্ষকের ঘরে ।তারপর তাকে মারতে মারতে টেনে বের করে নিয়ে এসে রাস্তায় ফেলে চড় ঘুষি লাথি মারতে থাকে। অমিতের সঙ্গে আরও যারা পড়ছিল এবং ঐ শিক্ষক অমিতকে রক্ষা করতে গিয়েও নিগৃহীত হন। তাদেরও আঘাত লাগে। আভিযোগ আরও যে অমিতকে বাইকে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টাও করা হয়। চিৎকার ও হট্টগোলে এলাকার মানুষও বাইরে বেরিয়ে আসেন। সেই সময় আক্রমনকারীরা হেলমেট দিয়ে অমিতের মাথায়আঘাত করে এবং পাশের নর্দমায় ফেলে দিয়ে পালিয়ে যায়।
বুধবার মেদিনীপুর কলেজের সামনে অমিত (লাল টুপি ) |
এসএফআইয়ের আভিযোগ ৮ই জানুয়ারী ধর্মঘটের দিন, ছাত্র ধর্মঘটের পিকেটিং করার সময় মেদিনীপুর কলেজ গেটে এই তৃনমুল ছাত্রপরিষদের সঙ্গে অমিতের বচসা হয়।সেই সময়ই নাকি অমিতকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়।ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তাৎক্ষণিক এস এফ আই কোতয়ালি থানায় বিক্ষোভ দেখায়। দোষীদের গ্রেপ্তারের দাবী জানায়। শুক্রবার মেদিনীপুর শহরে প্রতিবাদ মিছিল সহ দোষীদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ এর ডাক দিয়েছে এসএফআই। তৃনমূল ছাত্র পরিষদ অবশ্য এই আভিযোগ অস্বীকার করেছে।