Homeএখন খবরদীর্ঘ লড়াইয়ের পর করোনার বলি কলকাতা পুলিশের ২ আধিকারিক, শোকপ্রকাশ নগরপালের

দীর্ঘ লড়াইয়ের পর করোনার বলি কলকাতা পুলিশের ২ আধিকারিক, শোকপ্রকাশ নগরপালের

ওয়েব ডেস্ক : করোনা আবহে প্রথম থেকেই সংক্রমিত হচ্ছেন একের পর এক পুলিশকর্মী। অনেকে ইতিমধ্যেই সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন। অনেকেই আবার করোনাযুদ্ধে হেরে গিয়েছেন। ফের করোনার বলি কলকাতা পুলিশের দুই আধিকারিক। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর রবিবার করোনা সংক্রমণে মৃত্যু হল কলকাতা পুলিশের দুই উচ্চপদস্থ আধিকারিকের। প্রায় সপ্তাহ দুয়েক করোনার সাথে প্রাণপণ লড়াইয়ের পর অবশেষে জীবন যুদ্ধে হার স্বীকার। রবিবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কলকাতার সশস্ত্র পুলিশের পঞ্চম ব্যাটেলিয়ানের এএসআই সিদ্ধান্তশেখর দে।

এদিকে, প্রায় আড়াই মাস আগেই করোনা আক্রান্ত হয়ে বেলভিউ হাসপাতালে ভর্তি হয়েছিলেন কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার এসআই হোমবাহাদুর থাপা। বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবারই ওই আধিকারিকের করোনা রিপোর্ট নেগেটিভ আসে। ফলে তাকে হাসপাতাল থেকে ছুটিও দেওয়া হয়। কিন্তু বাড়ি ফিরে আচমকা তিনি অসুস্থ হয়ে পড়তেই দ্রুত তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যর। রবিবার সকালে সেখানেই মৃত্যু হয় কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার এসআই বছর ৫৯ এর হোমবাহাদুর থাপার।

এদিকে দুই আধিকারিকের মৃত্যুর খবর জানার পর পরই টুইট করে শোক প্রকাশ করেছেন কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মা। পাশাপাশি দুই করোনাযোদ্ধার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মা।
করোনা সংক্রমণের প্রথমদিক থেকে এখনও পর্যন্ত কলকাতা পুলিশের অন্দরে করোনা হানায় প্রায় ৩ হাজার পুলিশকর্মী ও আধিকারিক আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ইতিমধ্যেই করোনাযুদ্ধে হেরে গিয়েছেন প্রায় ১৫ জন আধিকারিক।

RELATED ARTICLES

Most Popular