Homeএখন খবরস্বামীজীর জন্ম দিবসে আর্তদের পাশে দাঁইহাট শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম...

স্বামীজীর জন্ম দিবসে আর্তদের পাশে দাঁইহাট শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সংঘ

 গৌরনাথ চক্রবর্ত্তী: বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে পূর্ব বর্ধমানের দাঁইহাট  শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সংঘের পক্ষ   থেকে আজ সকাল থেকেই নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে দাঁইহাট শহরে নেতাজির সংঘে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এবং পার্শ্ববর্তী নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ওখানে স্বদেশ মন্ত্র পাঠ করা হয়,  স্বামীজীর বাণী ও রচনা থেকে ওপাঠ করা হয়। এরপর দাঁইহাটের কালিদাস শিশু উদ্যানে স্বামী বিবেকানন্দের আরেকটি প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।  এখানেও বক্তব্য রাখেন আশ্রমের বিভিন্ন প্রতিনিধি এবং দাঁইহাট পৌরসভার কাউন্সিলররা। বেলা বারোটার সময় ননওয়াপাড়া  ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি থাকা রোগীদের ফল, বিস্কুট ইত্যাদি বিতরণ করা হয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দুপুরে আশ্রমে স্বামী বিবেকানন্দের বিশেষ পূজা অনুষ্ঠিত হয়।তারপর প্রায় ২৫০ জন ভক্ত মহাপ্রসাদ গ্রহণ করেন।বিকালে দাঁইহাট ও তার পাশ্ববর্তী বিভিন্ন এলাকার দুঃস্থ অসহায় শীতার্ত মানুষদের শীতবস্ত্র চাদর বিতরণ করা হয়।আশ্রমের সম্পাদক অজয় কুমার সাহা জানান,স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে দিনভর নানান অনুষ্ঠান আয়োজিত হয়।এদিন দাঁইহাট ও তার পাশ্ববর্তী এলাকার ৪০ জন দুঃস্থ অসহায় শীতার্ত মানুষকে শীতবস্ত্র হিসাবে চাদর বিতরণ করা হয়।

RELATED ARTICLES

Most Popular