Homeএখন খবরঅবসর প্রাপ্ত রেলকর্মীকে খুন করে লুটপাট খড়গপুরে, পরিচিত জনের খোঁজে পুলিশ

অবসর প্রাপ্ত রেলকর্মীকে খুন করে লুটপাট খড়গপুরে, পরিচিত জনের খোঁজে পুলিশ

                 
নিজস্ব সংবাদদাতা: ৬৪ বছর বয়স্ক এক রেলকর্মীকে হাত-পা বেঁধে খুন করে লুটপাট করল দুষ্কৃতিরা। খড়গপুর শহরের নিউ সেটেলমেন্ট এলাকায় রেল আবাসনের মধ্যে রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বলেই প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। সোমবার সকালে উদ্ধার হওয়া মৃতদেহের মুখ থেকে বেরিয়ে আসতে দেখা গেছে রক্তও। পুলিশের প্রাথমিক অনুমান শ্বাসরোধ করেই খুন করা হয়েছে বৃদ্ধকে এবং লুটপাটের উদ্দেশ্য নিয়েই খুন করা হয়েছে বৃদ্ধকে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ জানিয়েছে রেলের এন.এস টাইপে থাকা ওই অকৃতদার বৃদ্ধকে খুন করেছে তার পরিচিত এক বা একাধিক ব্যক্তি যাদের ডাকে বৃদ্ধ দরজা খুলে দিয়েছিলেন। সকালে পরিচারিকা যখন কাজের জন্য বৃদ্ধের আবাসনে যায় তখন দরজা বাইরে থেকে টেনে লাগানো ছিল।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জে বি সুভ্রমানিয়াম নামের ওই ব্যক্তি একদা রেল ওয়ার্কশপের কর্মী ছিলেন। শহরের তাঁর আত্মীয়স্বজন থাকলেও তিনি একাই অন্য একজনের কোয়ার্টার ভাড়া নিয়ে থাকতেন যা কিনা রেল শহরের কোনও অস্বাভাবিক ঘটনা নয়। এখানে রেলের কর্মী নন এমন ব্যক্তিও অন্যের আবাসন ভাড়া নিয়ে থাকে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ পরিচারিকা সুমিত্রা ঘোড়াই জানান, ‘প্রথমে বাইরে থেকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে আমি আরও একজনকে ডেকে আনি। দুজনে মিলে দরজায় ধাক্কা দিতেই দরজা খুলে যায়। এরপরই ভেতরে গিয়ে দেখি খাটিয়ার ওপর কাকু পড়ে আছে। মুখে কম্বল ঢাকা, হাত পা বাঁধা।’ পুলিশ জানিয়েছে, ‘প্রাথমিক তদন্ত অনুসারে বৃদ্ধের গলায় থাকা একাধিক সোনার হার ও আঙুলের আংটি খোয়া গেছে। আলমারি ভাঙা, ব্যাগপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। এসব থেকেই বোঝা যাচ্ছে যে লুটের উদ্দেশ্য নিয়েই এই খুন করা হয়েছে।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
” বৃদ্ধ খুবই দিল দরিয়া মানুষ ছিলেন, সবার সঙ্গে মিশতেন। সেই সুবিধা নিয়েই কেউ তাঁর বাড়িতে ঢুকেছিল এবং পরিচিত বলেই নিজের পরিচয় আড়াল করার জন্যই খুন করা হয়েছে বলেই আমাদের মনে হচ্ছে। তবে খুনি বৃদ্ধের কোনও আত্মীয় নাকি অন্য কোনও পরিচিত জন তা খতিয়ে দেখছি আমরা।” জানিয়েছেন খড়গপুর শহর থানার এক পুলিশ আধিকারিক। 

RELATED ARTICLES

Most Popular