নিজস্ব সংবাদদাতা: প্রিয় উৎসব আর পার্বনে নতুন পোশাক ছাড়া চলে? দুর্গা পূজায় যেমন শহুরে বাঙালি চায় নতুন পোশাক, গ্রামবাংলা, জঙ্গলমহলের নতুন পোশাকের সময় হল মকর সংক্রান্তি। কিন্তু চাই বললেই তো হয়না, চাই সামর্থ্যও। মকর সংক্রান্তিতে সমস্ত জঙ্গলমহলের মানুষের পোশাক কেনার আর্থিক সঙ্গতি কুলোয় না। সাধ আর সাধ্যের সেই মেলবন্ধন ঘটাতে এগিয়ে এল গোপীবল্লভপুরের বাকড়া গ্রামের বাসন্তী কমিটি ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পৌষ সংক্রান্তির আগের দিন মঙ্গলবার স্থানীয় ১০০ জন গরিব মানুষকে নতুন পোশাক এবং শীতবস্ত্র বিতরণ করল তারা ।বাকড়া বাসন্তী কমিটির সম্পাদক বিশ্বজিৎ মহাপাত্র এবং অসিত মহাপাত্রের বেশ কিছুদিনের আপ্রান চেষ্টায় এই বিশাল কর্মযজ্ঞ সম্ভব হয়েছে।এই মহতী উদ্যোগের পাশে দাঁড়াতে ছুটে এসেছেন কলকাতার কিছু পরিচিত আর্থিক সঙ্গতি সম্পন্ন মহৎ মানুষ। তাঁরা বিশাল অঙ্কের একটা সাহায্য করেছেন বলে জানান বাসন্তী কমিটির সম্পাদক বিশ্বজিৎ মহাপাত্র।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অন্যদিকে স্থানীয় পঞ্চায়েত অফিসের কতৃপক্ষে, স্ব-স্বহায়ক দলের মহিলারা এবং গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের প্রশাসনিক কর্তাব্যক্তিদের সাহায্য এই বস্ত্র বিতরণ উৎসব সম্ভব বলে জানান অসিত মহাপাত্র। অন্যদিকে বাকড়া গ্রামের দুজন গরিব বাড়ির মেধাবী ছাত্র সৌমিক মহাপাত্র এবং বিকাশ রায় এর পড়ার খরচ যোগাতে পাঁচ হাজার টাকা করে আর্থিক সাহায্য করেন বাকড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবী সুজিত দাস। সবমিলিয়ে বাকড়া গ্রামের বাসন্তী কমিটির মকর সংক্রান্তির এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান সত্যিই উৎসবের রূপ নিল।