নিজস্ব সংবাদদাতা: চন্দ্রকোনা ১, কেশিয়াড়ী, নারায়নগড়ের পর এবার আক্রান্ত হলেন মেদিনীপুর সদরের বিডিও ফারহানাজ খানম। যদিও তাঁর শারীরিক অবস্থা প্রায় উপসর্গ বিহীন বলেই জানা গেছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে সামান্য অস্বস্তি বোধ করায় শনিবার নিজের নমুনা দিয়েছিলেন আয়ুস হাসপাতালে। সোমবার তাঁর পজিটিভ রেজাল্ট এসেছে। এমনিতে তিনি সুস্থ আছেন এবং হোম আইসোলেশনে আছেন বলেই জানা গেছে। প্রয়োজনে নিজের আবাসন থেকেই তিনি প্রশাসনিক কাজ কর্ম সামলাবেন এমনটাই জানা গিয়েছে।
উল্লেখ্য এর আগে জেলার চন্দ্রকোনা ১, কেশিয়াড়ি এবং নারায়নগড়ের বিডিও আক্রান্ত হয়েছিলেন। এঁরা প্রত্যেকেই সুস্থ হয়ে কাজে ফিরেছেন। এর মধ্যে প্রথম ২জন বিডিও শালবনী কোভিড হাসপাতালে ভর্তি হলেও নারায়নগড়ের নিজের আবাসনেই হোম আইসোলেশনে ছিলেন। মেদিনীপুরের বিডিওকেও আপাতত হোম আইসোলেশনেই থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে অক্টোবরের শুরুতে মেদিনীপুর শহরে করোনার গতি সামান্য হ্রাস হলেও গত কয়েকদিন ধরেই ফের চোখ রাঙাতে শুরু করেছে করোনা। সোমবারও সেই ধারা অব্যাহত রয়েছে। ১২ অক্টোবরের আরটি/পিসিআর রিপোর্ট মোতাবেক শহরে ৩০ জন আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। সোমবারের হিসাবে শহরের নজরগঞ্জ এলাকায় আক্রান্তের সংখ্যা সর্বাধিক। এখানে ৩৬ ও ২৮ বছরের দম্পত্তি ও তাঁদের ৬বছরের শিশুকন্যা আক্রান্ত হয়েছেন। ওই এলাকাতেই পৃথক ভাবে আক্রান্ত এক ৩৪ বছরের যুবকও। এরপরেই রয়েছে হবিবপুর ও মীরবাজার যেখানে ২জন করে আক্রান্ত হয়েছেন। হবিবপুরে ৩৫ এবং ২২বছরের যুবক ও যুবতী আক্রান্ত হয়েছেন অন্যদিকে মীরবাজারে আক্রান্ত ৫৪ ও ৪৭ বছরের দম্পত্তি।
বিচ্ছিন্ন ভাবে আক্রান্তের হদিস মিলেছে রাঙামাটি (৩৪, যুবক), পাটনাবাজার (৫৪, পুং), ক্ষুদিরাম নগর (৬৭, বৃদ্ধা), (মাইকেলনগর, ৪৭ মহিলা), খাপ্রেলবাজার (২৮, যুবক), কুইকোটা (৩৩, গৃহবধূ), মির্জা মহল্লা (৫০, পুরুষ)। শহরের ১০ জনের ঠিকানা শুধু মাত্র মেদিনীপুর শহর বলে জানানো হয়েছে। মেদিনীপুর মেডিক্যাল কলেজে কর্মরত ২ স্বাস্থ্যকর্মী ৭৮ ও ৬০ বছরের আত্মীয়া আক্রান্ত হয়েছেন করোনায়।
এদিন খড়গপুর শহরে আক্রান্তের সংখ্যা কিছুটা আড়ালেই রয়ে গেছে কারন খড়গপুর মহকুমা হাসপাতালের ফলাফল এদিন পাওয়া যায়নি। IIT-Kharagpur ক্যাম্পসের বি.সি.রায় হাসপাতালে সংগৃহীত নমুনা অনুযায়ী ৪জনের পজিটিভ এসেছে। এর মধ্যে ৩৩বছরের এক যুবতী ক্যাম্পাসেই থাকেন। বাকি তিনজন বুলবুলচটি (৫৩, পুরুষ), ডিভিসি মায়াপুর (৬৩, বৃদ্ধ) এবং হিজলী সোসাইটি এলাকার ৩৩বছরের গৃহবধূ আক্রান্ত হয়েছেন। খড়গপুর রেল সূত্রে আক্রান্ত ৫৮ বছরের রেল কর্মচারী নিউ সেটেলমেন্ট এলাকার রেল আবাসনের বাসিন্দা। মেদিনীপুরের আয়ুসে নমুনা প্রদান করেছিলেন এরকমই একজন ইন্দা নিউ টাউনের ৪৮ বছরের গৃহবধূ আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।