Homeএখন খবরনন্দীগ্রামে দিলীপ ঘোষকে আটকাতে নজিরবিহীন তৎপরতা পুলিশের, আটকে দেওয়া হল রেয়াপাড়াতে

নন্দীগ্রামে দিলীপ ঘোষকে আটকাতে নজিরবিহীন তৎপরতা পুলিশের, আটকে দেওয়া হল রেয়াপাড়াতে

নিজস্ব সংবাদদাতা: কয়েকদিন আগেই নন্দীগ্রামে নিজেদের ভোট মারাত্মক ভাবে কমে যাওয়ায় উদ্যোগ প্রকাশ করেছিলেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের গুরুত্বপুর্ন মন্ত্রী শুভেন্দু অধিকারী। উল্টো দিকে লোকসভা নির্বাচনে ব্যাপক সমর্থন পেয়েছে বিজেপি। তৃণমূলের ভোট কমেছে ৫০হাজারেরও বেশি। শনিবার সেই নন্দীগ্রামে বিজেপির পুনর্নির্বাচিত রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের
সাংসদ দিলীপ ঘোষকে প্রবেশ করতে দেওয়া হলনা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
নন্দীগ্রাম থেকে বেশকিছুটা আগেই রেয়াপাড়ায় আটকে দিল পুলিশ। বিজেপির নেতা কর্মী সমর্থকদের পুলিশ মারধর করেছে বলেও আভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। দিলীপ ক্ষোভ প্রকাশ করে বলেন , ”পুলিশের অনুমতি নিয়ে নন্দীগ্রামে আমাদের অভিনন্দন কর্মসুচী ও সভার আয়োজন করা হয়েছিল। অথচ পুলিশ আমাদের সেই সভা করতে দিলনা। পুলিশের এই গণতান্ত্রিক আচরনকে ধিক্কার জানাই। আমি আবার আসব এবং নন্দীগ্রাম যাবই।”

উল্লেখ্য জাতীয় নাগরিক পঞ্জি ও সংশোধিত নাগরিক আইনের এবং  সমর্থনে এবং দ্বিতীয়বার পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ কে অভিনন্দন জানাতে আজ শনিবার নন্দীগ্রামে বিজেপির পক্ষ থেকে অভিনন্দন যাত্রা কর্মসুচী ছিল। বিজেপির আভিযোগ , এই কর্মসূচি ভেস্তে দিতে নজিরবিহীনভাবে চন্ডিপুর থানার সামনে, হাসচড়া , ফুলনি , রেয়াপাড়া সড়ক রাস্তায় কয়েকশো পুলিশ নামিয়ে ব্যারিকেড করে আটকানো হল দিলীপ ঘোষের কনভয়। এরপরই রীতিমতো ধুন্ধুমার কাণ্ড বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ করারও আভিযোগ উঠেছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিজেপির আরও আভিযোগ এদিন গাড়ি চেকিং এর অজুহাতে  পুলিশ সকাল থেকে নেমে পড়ে গোটা পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন সড়ক রাস্তায়। যাতে বিজেপি কর্মীদের বাইক মিছিল অভিনন্দন যাত্রা কর্মসূচিতে উপস্থিত হতে না পারে। জেলা বিজেপি সম্পাদক পুলক কান্তি গুড়িয়া সহ কয়েকজন বিজেপি কর্মীকে পুলিশ আটক  করে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পূর্ব মেদিনীপুর জেলা বিজেপি সভাপতি নবারুণ নায়েক বলেন , ”শাসক দল তৃণমূল এবং অধিকারীরা ক্ষমতা হারানোর আতঙ্কে ভুগছে বলেই পুলিশকে দিয়ে এই নির্লজ্জ ভূমিকা নিল। ক্ষমতায় এলে চিহ্নিত পুলিশ অফিসার এবং অধিকারী সম্রাজ্য কে উচিত শিক্ষা দেওয়া হবে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখ্য টেঙ্গুয়া থেকে পদযাত্রা হওয়ার কথা ছিল। পুলিশ সূত্রে জানা গেছে এই কর্মসুচীকে ঘিরে এলাকায় অশান্তির পরিবেশ তৈরি হতে পারে এমন খবর পাওয়ার পরেই কর্মসূচি বাতিল করার কথা বলা হয় বিজেপি নেতৃত্বকে। কিন্তু বিজেপি সদস্যরা তা মানতে অস্বীকার করে এবং পুলিশের ওপর বল প্রয়োগ করার চেষ্টা করে। তাতেই পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। 

RELATED ARTICLES

Most Popular