Homeএখন খবরকরোনা আক্রান্ত রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী, আতঙ্কে স্বাস্থ্যভবন

করোনা আক্রান্ত রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী, আতঙ্কে স্বাস্থ্যভবন

ওয়েব ডেস্ক : বেশ কিছুদিন রাজ্যে করোনা সংক্রমণের হার নিম্নগতিতে থাকার পর দিন কয়েক ধরে রাজ্যে ফের রেকর্ড হারে বাড়ছে সংক্রমণ। এর মধ্যেই করোনায় আক্রান্ত হলেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী ও তাঁর স্ত্রী। স্বাস্থ্যভবনের তরফে জানা গিয়েছে, কিছুদিন ধরেই অজয় চক্রবর্তীর শরীর অসুস্থ ছিল। সবসময় শরীরে একটা অস্বস্তি অনুভব করছিলেন তিনি। এরপরই শরীরে করোনার উপসর্গ না থাকলেও সন্দেহের বশেই রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ও তাঁর স্ত্রী র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করান৷ এরপরই পরীক্ষার রিপোর্ট এলে জানা যায় স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী করোনা পজিটিভ। তবে তাঁর শরীরে সামান্য উপসর্গ থাকায় আপাতত বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা।

তবে তিনি বাড়িতে থাকলেও অজয়বাবুর স্ত্রীর শরীরে করোনার একাধিক উপসর্গ থাকায় তাঁর স্ত্রীকে ইতিমধ্যেই বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে যেহেতু অজয়বাবু ও স্ত্রীর শরীরে করোনা উপসর্গ ছিল, সেকারণে দুজনেরই টেস্ট করা হয়ম তারপরেই দু’‌জনের রিপোর্ট পজিটিভ আসে। জানা গিয়েছে, ইতিমধ্যেই দ্বিতীয়বারের জন্য করোনা পরীক্ষায় তাদের নমুনা পাঠানো হয়েছে। এদিকে যেহেতু অজয় চক্রবর্তী রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা, সেহেতু বিগত দিনে তাঁর সাথে স্বাস্থ্য ব্যবস্থা সংক্রান্ত একাধিক বৈঠক করেছেন স্বাস্থ্য আধিকারিকরা। ফলে তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই স্বাস্থ্যভবনে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

এদিকে ইতিমধ্যেই গত কয়েকদিনে যাঁরা যাঁরা রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার সংস্পর্শে এসেছেন তাদের প্রত্যেককে করোনা পরীক্ষা করাতে নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রথম নয়, এর আগেও স্বাস্থ্যভবনে করোনায় সংক্রমিত হয়েছিলেন স্বাস্থ্যভবনের করোনা কন্ট্রোলরুমের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম অধিকর্তা। এদিকে ইতিমধ্যেই দৈনিক হারে এরাজ্যে সংক্রমণের মাত্রা যেভাবে বাড়ছে তাতে দূর্গাপুজীর পর বড়ো আকারে করোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কা করছে চিকিৎসকরা। তারওপর রাজ্যের স্বাস্থ্য ব্যাবস্থার মাথা, স্বাস্থ্য অধিকর্তা করোনায় আক্রান্ত হওয়ায় স্বাভাবিকভাবেই স্বাস্থ্যভবনের মধ্যে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে৷

RELATED ARTICLES

Most Popular