সকন্যা ছবি মণ্ডল |
নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচনের সময় হারিয়েছিলেন মাকে। তার কয়েকমাস পরেই প্রয়াত হলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের স্ত্রী ছবি মণ্ডল। শুক্রবার ভোর ৬টা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল মাত্র ৫২ বছর। বহুদিন ধরেই তিনি কালান্তক কর্কট রোগে আক্রান্ত ছিলেন তিনি।মা মারা যাওয়ার সময়েও তাঁর স্ত্রী ভর্তি ছিলেন হাসপাতালে। সারাদিন সাংগঠনিক কাজ সামলে নিয়ম করে রাতে বীরভূম থেকে কলকাতায় আসতেন অনুব্রত। হাসপাতালে স্ত্রীকে দেখে আবার সকালে ফিরে যেতেন বীরভূমে। ওই সময়েই অনুব্রতবাবুর মা পুষ্পরানি মণ্ডলও প্রয়াত হন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিন মৃত্যুর খবর পেয়ে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। পৌঁছেছেন রাজ্য স্তরের নেতারাও। হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে বোলপুরের বাড়িতে। তারপর সম্পন্ন হবে শেষকৃত্য।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গেছে ফুসফুস থেকে গোটা দেহেই ক্যানসার ছড়িয়ে পড়েছিল তাঁর। রাজারহাটের ক্যানসার হাসপাতালে চিকিৎসা চলাকালীনই মারা যান অনুব্রত-ঘরনি। মৃত্যুসংবাদ পাওয়ামাত্রই কলকাতার উদ্দেশে রওনা হন বীরভূম জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। টাটা ক্যানসার হাসপাতালে ভিড় জমান রাজ্যস্তরের নেতারাও।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মরদেহ নিয়ে যাওয়া হবে বোলপুরের বাড়িতে। সেখানেই হবে শেষকৃত্য। মা, স্ত্রী এবং মেয়েকে নিয়েই সংসার ছিল অনুব্রত মণ্ডলের। শুক্রবার সকালে মায়ের মৃত্যুসংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়েন সুকন্যা।