হাসপাতালে উদ্বিগ্ন পরিবার |
নিজস্ব সংবাদদাতা: বারবার পরিবার আপত্তি করেছিল শিশুকে নাচানোতে কিন্তু তাঁদের দাপটের কাছে পারে কে ? অশ্রাব্য গালিগালাজ, শাপ অভিশাপে বাধ্য হতেই হয় পরিবারকে। বৃহন্নলাদের এমনই দাপটে অসুস্থ হয়ে মারাই গেল দেড় মাসের শিশু। পরিবারের দাবি-অসুস্থ শিশু বলে বলা হলেও, মোটা টাকা আদায় করতে জোর করে নাচানো চেষ্টা করতে থাকে তারা। আরও অসুস্থ হয়ে পড়ে শিশুটি পরে হাসপাতালে মৃত্যু হয় তার। ঝাড়গ্রাম জেলার শিলদা এলাকার ঘটনায় রীতিমত ক্ষুব্ধ এলাকাবাসী ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয় বাসিন্দা চন্দন খিলা নামক এক ব্যক্তির স্ত্রী গত ডিসেম্বর মাসে জমজ পুত্র সন্তান প্রসব করেন । জন্ম থেকেই একটি শিশুর হৃদ সমস্যা ছিল। তাই জন্মের পরেই তাকে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি রাখতে হয়েছিল। গত দুই সপ্তাহ হল হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে। ইতিমধ্যেই কোন সূত্র মারফত বৃহন্নলারা জানতে পেরেছিল চন্দন বাবুর বাড়িতে জমজ শিশুর জন্ম হয়েছে। শুক্রবার সকালেই তাই তিন বৃহন্নলা হাজির হয়ে গিয়েছিল শিশু নাচাতে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পরিবারের দাবি-বৃহন্নলার দুই শিশুকেই নিয়ে নাচানোর চেষ্টা করে। আমরা শুরু থেকেই বাধা দিই। ওরা জোর করে মোটা টাকা দাবি করে। বলে দশ হাজার টাকা না দিলে শিশুদের নাচানো বন্ধ হবে না। বারবার বাধা দেয়া সত্ত্বেও অসুস্থ সৃষ্টি কে নিয়ে ওরা অত্যাচার করতে থাকে। ক্রমেই শিশুটি নেতিয়ে পড়লে হাত থেকে ছাড়িয়ে নিয়ে দেখি শিশুটির অবস্থা খারাপ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এরপর এই শিশুটির বাবা-মা দ্রুত হাসপাতালের দিকে রওয়ানা হয়। তবে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে শিশুটির মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানান। পরিবার সহ স্থানীয়রা এই ঘটনায় উত্তেজিত হয়ে বৃহন্নলাদের আটকে রাখে। উত্তেজনা ক্রমশ বাড়ছে খবর শুনে হাজির হয়ে যায় শিলদা থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি সামাল দিয়ে ওই বৃহন্নলাদের গ্রেপ্তার করেছে।