✍️কলমে: কৌশিক বর্মন
ঠাকুর বলেছিলেন ঈশ্বর মন্দিরে আছেন
ওই দেবীমূর্তির শরীরে।
গেরুয়াধারী একজন সন্ন্যাসী জানালেন–
জীব সেবাতেই ঈশ্বর লাভ।
আমি বলি ঈশ্বরকে রোজ দেখি মহুয়া ফুলের রসে প্লাস্টিকের গ্লাসে।
সমস্ত আস্তিকবাদী আমাকে এই মারে এই খায়
এইসব দেখে মহুয়া রসের সেকি হাসি
হাসতে হাসতে নিজেই উল্টে যায়
গড়াগড়ি খায় আমার ঈশ্বর মহুয়ার রসে।
আমি তাকে শরীরে ধারণ করি।
তারপর, একা নাস্তিক ভিড় ঠেলে হেঁটে যাই
ঈশ্বরের দেখানো পথ চিনে।