Homeএখন খবরদাঁইহাট শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সংঘের উদ্যোগে ছানি পরীক্ষা শিবির

দাঁইহাট শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সংঘের উদ্যোগে ছানি পরীক্ষা শিবির

গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমান,২৫ জানুয়ারী ঃ
 দাঁইহাট শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সংঘ এর উদ্যোগে ভারতীয় রেড়ক্রশ সোসাইটি কাটোয়া মহকুমা শাখার সহযোগিতায় শনিবার চক্ষু ছানি বাছাই শিবির অনুষ্ঠিত হল আশ্রমে।চক্ষু  বিশেষজ্ঞ ডাঃ শেখর সরকার,ডাঃ স্পন্দন স্যানাল ও বিকাশ ঘোষের তত্ত্বাবধানে এদিন চক্ষু পরীক্ষা করা হয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আশ্রমের সম্পাদক অজয় কুমার সাহা   জানান ,এদিন ৩৯ জন মানুষের চক্ষু পরীক্ষা করা হয় এবং বিনামূল্যে ছানি অপারেশন এর জন্য ১৭ জনকে বাছাই করা হয়।আগামী ৯ ফেব্রুয়ারী ও ১১ ফেব্রুয়ারী ডাঃ শেখর সরকার  অপারেশন গুলি করবেন ভারতীয় রেডক্রস সোসাইটি  কাটোয়া মহকুমা শাখা  থেকে। তার আগে মেডিক্যাল ফিটনেস চেক আপ করবেন ডাঃ অভিজিৎ দেবনাথ।এদিন আশ্রমের সম্পাদক,সহ সভাপতি ধনানন্দ বন্দ্যোপাধ্যায়
 সহ সকল সদস্য-সদস্যারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

Most Popular