নিজস্ব সংবাদদাতা: সংশোধিত নাগরিক আইন নিয়ে জনসাধারনকে ভুল বোঝাচ্ছে মিডিয়া। এই আইন নিয়ে দেশ জুড়ে প্রতিবাদের ঝড়কে সামাল দিতে এবার এভাবেই মিডিয়ার ঘাড়ে দোষ চাপালেন বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সোমবার এনআরসির ও ক্যা র সমর্থনে মেদিনীপুরে বাড়ি বাড়ি প্রচার চালাতে গিয়ে বিজেপি নেতা বসু জানান , আমরা নাগরিকত্ব আইনের পক্ষে। এই আইনে কাউকে তাড়ানোর বিষয় নেই।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বাংলাদেশ ,পাকিস্তান থেকে অত্যাচারিত হয়ে ,নির্যাতন এর শিকার হয়ে যাঁরা ভারতবর্ষে এসেছেন তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে। তাঁর আরও অভিযোগ , তৃণমূল নেত্রী , শহরে নকশাল , মিডিয়া বিভ্রান্তি ছড়াচ্ছে। মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে। তিনি জানান , বাড়ি বাড়ি প্রচার চালিয়ে বিজেপি নেতা কর্মীরা সেই আতঙ্ক , বিভ্রান্তি দূর করছেন । তাঁর দাবি এনআরসি ইস্যুতে জয় হবে বিজেপির ও কেন্দ্র সরকারের। আর পিছু হঠতে হবে তৃণমূল সহ বুদ্ধিজীবী দের । কারন এই ইস্যুতে বেশিরভাগ মানুষের সমর্থন বিজেপির সঙ্গে রয়েছে ।