নাইন

✍️কলমে: শ্রীতনু চৌধুরী

গৃহশিক্ষক বিলাসিতা খুব
দিন আনা দিন খাই
তিন কিমি দূর,ব্যাচেই পড়ি
সাইকেলে আসি যাই।

আবছা আলোয় মোড়ের মাথা
নতুবা দীঘির পাড়ে
লকলকে জিভ টোন-টিরকিরি
শঙ্কাটা রোজ বাড়ে।

ঘুরপথে গেলে দু’কিমি প্লাস
দোপাট্টাটাও ফাইন
এখনো বালিকা,খুকি ডাকে সব
ওরা দেখে ক্লাস নাইন।

ভয়ের চেয়েও লজ্জা দারুণ
লালাভ কানের লতি
পড়তেই হবে,যা করে করুক
জ্বালবো অমেয় জ্যোতি।

লক- ডাউনে সুনসান তবু
অঙ্ক ছিল যে কাল
স্তব্ধ দুপুর, তিনজনে তুলে
নিয়ে গেল মড়া খাল।

পশুর গ্রাসে কয়েক প্রহর
দিনেই আঁধার কালো
খানিক পরে চেয়ে দেখি- বেঁচে
না বাঁচা’ই ছিল ভালো।

কুঁড়ি ছেঁড়া ফুল ছিন্ন শরীর
কী করি মা তুই বল
জ্ঞান চাইতে গরিমা গেল
মুখে ঢালি ফলিডল।

আমার মতোই ও কাকু তোমার
মেয়েও তো ক্লাস নাইন
পড়তে পাঠিয়ে সব রাস্তায়
পুঁতে রেখো ল্যান্ড- মাইন।

RELATED ARTICLES

Most Popular