ওয়েব ডেস্ক : করোনা পরিস্থিতিতে মারণ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন রাজ্যের একের পর এক প্রথম সারির নেতা-নেত্রী। এবার মহামারীর কবলে পড়লেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার নেত্রী তথা ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল। রবিবার সকালে বিজেপি নেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় তার করোনা আক্রান্ত হওয়ার কথা জানান। এদিন নেত্রী তাঁর কর্মীদের উদ্দেশ্যে ফেসবুক পোস্টে লেখেন- “আমি কোভিড পজিটিভ…. অনুরোধ করব গত ৫ দিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা দয়া করে টেস্ট করুন… ধন্যবাদ।”
জানা গিয়েছে, গতকালই বিজেপি মহিলা মোর্চার রাজ্য কমিটির নাম ঘোষণা করেন নেত্রী অগ্নিমিত্রা পাল। এতদিন তাঁর শরীরে কোনও উপসর্গ না থাকলেও দিন দুয়েক আগেই করোনা পরীক্ষা করান নেত্রী। এদিকে শনিবার রাত থেকেই আচমকা তাঁর শরীরে করোনার মৃদু উপসর্গ লক্ষ করা যাচ্ছে৷ এরপর রিপোর্ট হাতে পেয়ে রবিবার সকালেই বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল তাঁর মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর খবর জানান। আপতত তিনি হোম আইসোলেশনে রয়েছেন। তবে আচমকা কিভাবে বিজেপির মহিলা মোর্চার নেত্রী করোনায় সংক্রমিত হলেন তা এখনও পর্যন্ত অস্পষ্ট।
এদিকে দিন দুয়েক আগেই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজ্যের আরও এক নেতা তথা পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ও তাঁর মা গায়েত্রী অধিকারী। এর আগেও স সুজিত বসু, স্বপন দেবনাথের মতো মন্ত্রী এবিং একই সাথে সিপিএম ও বিজেপির একাধিক নেতা-নেত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। একই সাথে করোনা যুদ্ধে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন রাজ্যের একাধিক প্রথম সারির নেতা৷ এদিকে এ রাজ্যে সুস্থতার হার বাড়লেও একই সাথে রাজ্যে প্রতিদিন বাড়ছে দৈনিক সংক্রমণের হার৷ শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, এদিন রাজ্যে নতুন করে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩১৮১ জন। তবে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়ালেও এদিন সুস্থতার হারও চোখে পড়ার মতো। এদিন রাজ্যে একদিনে সুস্থ হয়েছেন ২৯৫৫ জন। সব মিলিয়ে এ পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনায় সুস্থতার হার ৮৭.৬১%