Homeএখন খবররোগীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা খড়গপুর রেল হাসপাতালে, ভাঙচুর

রোগীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা খড়গপুর রেল হাসপাতালে, ভাঙচুর

নিজস্ব সংবাদদাতা: যুবকের মৃত্যুকে ঘিরে চরম উত্তেজনা ছড়াল দক্ষিনপুর্ব রেলের খড়গপুর ডিভিশনের মেন হাসপাতালে। শনিবার সকালের ঘটনায় এক রেল কর্মচারীর পঁচিশোর্ধ্ব তরুনকে  অসুস্থ অবস্থায় ওই হাসপাতালে নিয়ে এলে হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক তাঁকে না দেখায় তাঁর মৃত্যু হয়েছে বলে ক্ষোভে ফেটে পড়ে যুবকের আত্মীয় ও প্রতিবেশীরা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উত্তেজিত জনতা হাসপাতালের একটি কাঁচের দরজা ভেঙে ফেলেন । খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন রেল নিরপত্তা রক্ষীর আধিকারিক ও জওয়ানরা। জনতাকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে উত্তেজনার প্রশমন ঘটান তাঁরা। যদিও রেলের পক্ষ থেকে এই আভিযোগ অস্বীকার করা হয়েছে। কোনও পক্ষই বিষয়টি নিয়ে থানায় আভিযোগ দায়ের করেনি। মৃত যুবকের নাম এস শঙ্কর যাঁর মস্তিষ্কে যক্ষার প্রাদুর্ভাব ঘটেছিল বলে প্রাথমিক ভাবে জানা গেছে। 

RELATED ARTICLES

Most Popular